ত্রিনিদাদ, 13 জুন: মাত্র 30 রানে 5 উইকেট হারিয়েও দুরন্ত কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 13 রানের গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল রভম্যান পাওয়েলের দল ৷ সেই সঙ্গে টি-20 বিশ্বরকাপের পরের রাউন্ডে অর্থাৎ, সুপার এইটে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ মূলত মিডল-অর্ডার ব্যাটার শেরফেন রাদারফোর্ডের 68 রানের ইনিংসে ভর করে ম্যাচে ফেরে তারা ৷ বাকিটা ক্যারিবিয়ান পেস ও স্পিন বিভাগ সামলে নেয় ৷ 150 রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস 136 রানেই আটকে যায় ৷
টি20 বিশ্বকাপে চতুর্থ দল হিসেবে সুপার এইটে কোয়ালিফাই করল ওয়েস্ট ইন্ডিজ ৷ বৃহস্পতিবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ তাঁর সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল ৷ ট্রেন্ট বোল্ট, টিম সাউদি এবং লকি ফার্গুসনদের পেস ও স্যুইংয়ের সামনে তাসেরঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল-অর্ডার ৷ পাওয়ার প্লে-তে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ দল ৷ পাওয়ার প্লে'তে 6 ওভারে 4 উইকেটে 22 রান তোলেন পাওয়েলরা ৷ এমনকি একটা সময় 11 ওভারে 58 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ৷
সেখান থেকে ক্যারিবিয়ান ইনিংসের হাল ধরেন শেরফেন রাদারফোর্ড এবং আন্দ্রে রাসেল ৷ ড্রেরাস 7 বলে 14 রানের ইনিংস খেলে আউট হলেও, তাঁর ইনিংস ওয়েস্ট ইন্ডিজের রানরেট বাড়াতের সাহায্য করে ৷ বাকি কাজটা শেরফেন রাদারফোর্ডের 39 বলে 68 রানের ইনিংস করে দেয় ৷ একটা সময় একশোর গণ্ডি পেরনো কঠিন মনে হলেও, ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার 9 উইকেট হারিয়ে 149 রান তোলে ৷ নিউজিল্যান্ডের হয়ে বোল্ট 3 উইকেট. সাউদি ও ফার্গুসন 2টি এবং জিমি নিশাম ও স্যান্টনার 1টি করে উইকেট নেন ৷