হায়দরাবাদ, 27 নভেম্বর: আইপিএল 2025 মেগা নিলামে দল পাননি ৷ গত বছর গুজরাত টাইটান্সে খেলা ব্যাটারকে নিতে আগ্রহ দেখাননি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ একদিন পরেই যাবতীয় উপেক্ষার জবাব দিলেন তারকা ব্যাটার ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সেঞ্চুরি করতে নিলেন মাত্র 28টি বল ৷ ভেঙে দিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ঋষভ পন্থের রেকর্ড ৷
ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শতরানে পৌঁছতে নিলেন মাত্র 28টি বল ৷ অপরাজিত থাকলেন 35 বলে 113 রানে ৷ ইনিংস সাজানো 7টি চার ও 12টি ছয়ে ৷ ভেঙে দিয়েছেন ঋষভ পন্থের 32 বলে শতরান করার রেকর্ড ৷ শেষ কবে কোনও জাতীয় স্তরের টুর্নামেন্টে কোনও ভারতীয় ব্যাটার এরকম বিধ্বংসী ব্যাটিং করেছেন, তা মনে করতে হলে মস্তিষ্কে চাপ পড়বে ৷
|
গত বছর গুজরাত টাইটান্সের হয়ে খেলেছিলেন উরভিল প্যাটেল ৷ স্টাম্পার-ব্যাটারকে মাঠেই নামায়নি দল ৷ এবছর নিলামে উঠেছিলেন ৷ বেস প্রাইস ছিল 30 লক্ষ টাকা ৷ যদিও 26 বছরের ব্যাটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই ৷ এবার তাঁরাই হয়তো উরভিলের ব্যাটিং দেখার পর হাত কামড়াচ্ছেন ৷
গুজরাতের কিপার-ব্যাটার উরভিল ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-20 সেঞ্চুরিই শুধু করেননি ৷ একাধিক রেকর্ডও গড়েছেন ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান ও ভারতীয় ব্যাটারদের হয়ে দ্রুততম শতরানও তাঁর দখলে । ভেঙে দিয়েছেন 2018 সালে মুস্তাক আলিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে পন্থের 32 বলে সেঞ্চুরি করার রেকর্ড । তাঁর আগে রয়েছেন একমাত্র এস্তোনিয়ার সাহিল চৌহান ৷ সাইপ্রাসের বিপক্ষে 27 বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল ।