মুম্বই, 28 অক্টোবর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যাচ্ছেন না গৌতম গম্ভীর ৷ পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতীয় দলে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ ৷ যদিও প্রোটিয়া সফরে গম্ভীরের না-যাওয়ার কারণ কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হার নয় ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের মাঝেই অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে উড়ে যাবে ভারতীয় দল ৷ সেই দলের সঙ্গে ক্যাঙারুর দেশে যাবেন হেড কোচ গম্ভীর ৷ অর্থাৎ, তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব সামলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধান ৷
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো না-হলেও জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ সোমবারই বোর্ডের এক বিশ্বস্ত সূত্র মারফৎ ক্রিকেট ওয়েবসাইটকে নিশ্চিত করা হয়েছে এই খবর ৷ উল্লেখ্য, প্রোটিয়া সফরে চার টি-20 ম্য়াচের সংক্ষিপ্ত সিরিজ খেলবে ভারতীয় দল ৷ আগামী 8, 10, 13 ও 15 নভেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি ম্য়াচ খেলবে যথাক্রমে ডারবান, কেবেহা, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে ৷