ETV Bharat / sports

দুবাইয়ে প্রথম অনুশীলনেই চোট পেলেন এক ভারতীয় ক্রিকেটার - ICC CHAMPIONS TROPHY 2025

দুবাইয়ে পৌঁছনোর পর রবিবার ছিল ভারতের প্রথম অনুশীলন ৷ সেখানে হাঁটুতে চোট এক ক্রিকেটারের ৷

RISHABH PANT
ঋষভ পন্ত (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 16, 2025, 9:10 PM IST

দুবাই, 16 ফেব্রুয়ারি: চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবারই দুবাই উড়ে গিয়েছে ভারতীয় দল ৷ রবিবার মরুদেশে প্রথমবার অনুশীলন সারল ভারতীয় দল ৷ কিন্তু প্রথম প্র্য়াকটিস সেশনেই বিপত্তি ৷ দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ব্য়াটিং অনুশীলনের সময় চোট পেলেন ঋষভ পন্ত ৷ 2022 গাড়ি দুর্ঘটনায় যে হাঁটুতে চোট পেয়েছিলেন স্টাম্পার-ব্যাটার, এদিন সেখানেই চোট পান তিনি ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে এদিন ক্রিকেট ব্য়াটিং ড্রিল সারছিলেন পন্ত ৷ সে সময় তাঁর পাশেই অনুশীলনরত হার্দিক পান্ডিয়ার একটি শট পন্তের বাম হাঁটুতে এসে লাগে ৷ মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন উইকেটরক্ষক ৷ ছুটে আসে মেডিক্য়াল টিম ৷ এরপর মেডিক্য়াল টিমের শুশ্রূষায় উঠে দাঁড়ান তিনি ৷ টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্টে প্রকাশ হাঁটুতে বেশ কিছুক্ষণ আইসপ্য়াক বেঁধে রাখার পর পুনরায় ব্য়াটিং অনুশীলনে ফেরেন পন্ত ৷ অর্থাৎ, পন্তের চোটে সাময়িক শঙ্কা গ্রাস করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তা কোনওভাবেই উদ্বেগের নয় ৷

তবে বাকি সময়টা হাঁটুতে স্ট্র্যাপ জড়িয়েই অনুশীলন করতে দেখা যায় পন্তকে ৷ স্টাম্পার-ব্য়াটার অনুশীলনে ফিরলে সতীর্থ হিসেবে উদ্বিগ্ন পান্ডিয়া এসে আলিঙ্গন করেন স্টাম্পার-ব্য়াটারকে ৷ নীল রঙের টিম বাসে চড়ে এদিন দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে প্রবেশ করেন ভারতীয় ক্রিকেটাররা ৷ 'চ্যাম্পিয়ন...চ্যাম্পিয়ন' ধ্বনিতে তাঁদের সাদরে বরণ করে নেন স্থানীয় ক্রিকেট অনুরাগীরা ৷

1998 সালে চ্য়াম্পিয়ন্স ট্রফির (পূর্বতন মিনি বিশ্বকাপ) আত্মপ্রকাশের পর চলতি বছর প্রতিযোগিতার নবম সংস্করণ ৷ এর মধ্যে দু'বার সেরার শিরোপা জিতেছে ভারতীয় দল ৷ যদিও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার 12 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল 'মেন ইন ব্লু' ৷ প্রথমবার 2002 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেতাব এসেছিল ভারতের ঘরে ৷ সেবার শ্রীলঙ্কার সঙ্গে ট্রফি ভাগ করে নিয়েছিল তাঁরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে আগামী 20 ফেব্রুয়ারি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে ভারত ৷ গ্রুপ পর্বে ভারতের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড ৷ 23 ফেব্রুয়ারি পাকিস্তান এবং 2 মার্চ কিউয়িদের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ৷

আরও পড়ুন:

দুবাই, 16 ফেব্রুয়ারি: চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবারই দুবাই উড়ে গিয়েছে ভারতীয় দল ৷ রবিবার মরুদেশে প্রথমবার অনুশীলন সারল ভারতীয় দল ৷ কিন্তু প্রথম প্র্য়াকটিস সেশনেই বিপত্তি ৷ দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ব্য়াটিং অনুশীলনের সময় চোট পেলেন ঋষভ পন্ত ৷ 2022 গাড়ি দুর্ঘটনায় যে হাঁটুতে চোট পেয়েছিলেন স্টাম্পার-ব্যাটার, এদিন সেখানেই চোট পান তিনি ৷

টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, আইসিসি ক্রিকেট অ্য়াকাডেমিতে এদিন ক্রিকেট ব্য়াটিং ড্রিল সারছিলেন পন্ত ৷ সে সময় তাঁর পাশেই অনুশীলনরত হার্দিক পান্ডিয়ার একটি শট পন্তের বাম হাঁটুতে এসে লাগে ৷ মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন উইকেটরক্ষক ৷ ছুটে আসে মেডিক্য়াল টিম ৷ এরপর মেডিক্য়াল টিমের শুশ্রূষায় উঠে দাঁড়ান তিনি ৷ টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্টে প্রকাশ হাঁটুতে বেশ কিছুক্ষণ আইসপ্য়াক বেঁধে রাখার পর পুনরায় ব্য়াটিং অনুশীলনে ফেরেন পন্ত ৷ অর্থাৎ, পন্তের চোটে সাময়িক শঙ্কা গ্রাস করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তা কোনওভাবেই উদ্বেগের নয় ৷

তবে বাকি সময়টা হাঁটুতে স্ট্র্যাপ জড়িয়েই অনুশীলন করতে দেখা যায় পন্তকে ৷ স্টাম্পার-ব্য়াটার অনুশীলনে ফিরলে সতীর্থ হিসেবে উদ্বিগ্ন পান্ডিয়া এসে আলিঙ্গন করেন স্টাম্পার-ব্য়াটারকে ৷ নীল রঙের টিম বাসে চড়ে এদিন দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনে প্রবেশ করেন ভারতীয় ক্রিকেটাররা ৷ 'চ্যাম্পিয়ন...চ্যাম্পিয়ন' ধ্বনিতে তাঁদের সাদরে বরণ করে নেন স্থানীয় ক্রিকেট অনুরাগীরা ৷

1998 সালে চ্য়াম্পিয়ন্স ট্রফির (পূর্বতন মিনি বিশ্বকাপ) আত্মপ্রকাশের পর চলতি বছর প্রতিযোগিতার নবম সংস্করণ ৷ এর মধ্যে দু'বার সেরার শিরোপা জিতেছে ভারতীয় দল ৷ যদিও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষবার 12 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল 'মেন ইন ব্লু' ৷ প্রথমবার 2002 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেতাব এসেছিল ভারতের ঘরে ৷ সেবার শ্রীলঙ্কার সঙ্গে ট্রফি ভাগ করে নিয়েছিল তাঁরা ৷ বাংলাদেশের বিরুদ্ধে আগামী 20 ফেব্রুয়ারি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে চলেছে ভারত ৷ গ্রুপ পর্বে ভারতের বাকি দুই প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিল্যান্ড ৷ 23 ফেব্রুয়ারি পাকিস্তান এবং 2 মার্চ কিউয়িদের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.