কলকাতা, 16 ফেব্রুয়ারি: অবশেষে সামনে এল 2025 আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ৷ 22 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৷ গত মরশুমে খেতাব জেতায় দশ বছর পর ফের আইপিএল ফাইনালের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স ৷ নাইটদের হোমম্যাচগুলি এবং ফাইনাল ছাড়াও 23 মে টুর্নামেন্টের দ্বিতীয় এলিমিনেটরও অনুষ্ঠিত হবে ক্রিকেটের নন্দনকাননে ৷
এবার যদি আসা যায় নাইটদের সূচিতে, তাহলে 13 দিনের ব্যবধানে প্রথম ম্য়াচ চারটি ভিন্ন ভেন্যুতে খেলতে হবে গতবারের চ্যাম্পিয়নদের ৷ যা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ৷ প্রথম ম্যাচের পাশাপাশি গ্রুপ পর্বে শেষ ম্য়াচও আরসিবি'র বিরুদ্ধেই খেলবে শাহরুখ খানের দল ৷ 2025 আইপিএলের মেগা নিলামের আগে ছয় ক্রিকেটারকে রিটেইন করেছিল কেকেআর ৷ যা সর্বাধিক ৷ গতবার চ্যাম্পিয়ন দল থেকে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী, ব্যাটার রিঙ্কু সিং, পেসার হর্ষিত রানা এবং আরেক অলরাউন্ডার রামনদীপ সিংকে রেখে দিয়েছিল তাঁরা ৷
শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, ফিল সল্ট , রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, মিচেল স্টার্কদের ছেড়ে দিয়েছিল শাহরুখের দল ৷ এদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড সওয়া পৌনে 24 কোটি টাকায় ফের দলে নিয়েছে কেকেআর ৷ মিচেল স্টার্কের পর ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন তিনি ৷ পাশাপাশি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি অলরাউন্ডারের তকমা জুড়ে গিয়েছে তাঁর নামে ৷ আইয়ার-সহ একাধিক ক্রিকেটারকে পুনরায় দলে ফিরিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা (2012, 2014, 2024) ৷
Save the Dates! 🗓️💜 pic.twitter.com/GB7JcbKYZe
— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2025
একনজরে নিলামে কাদের দলে নিয়েছে নাইটরা: ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টল ডি'কক, রহমানুল্লাহ গুরবাজ, অ্যানরিচ নর্তজে, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা, ময়াঙ্ক মারকাণ্ডে, রোভমান পাওয়েল, মণীশ পাণ্ডে, স্পেন্সার জনসন, লুভনিথ সিসোদিয়া, আজিঙ্কা রাহানে, অনুকূল রায়, মইন আলি এবং উমরান মালিক ৷
একনজরে কেকেআরের পূর্ণাঙ্গ সূচি:
- 22 মার্চ- বনাম রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (কলকাতা) সন্ধে সাড়ে 7টা
- 26 মার্চ- বনাম রাজস্থান রয়্য়ালস (গুয়াহাটি) সন্ধে সাড়ে 7টা
- 31 মার্চ- বনাম মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই) সন্ধে সাড়ে 7টা
- 3 এপ্রিল- বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা) সন্ধে সাড়ে 7টা
- 6 এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস (কলকাতা) বিকেল সাড়ে 3টে
- 11 এপ্রিল- বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই) সন্ধে সাড়ে 7টা
- 15 এপ্রিল- বনাম পঞ্জাব কিংস (মুল্লানপুর) সন্ধে সাড়ে 7টা
- 21 এপ্রিল- বনাম গুজরাত টাইটান্স (কলকাতা) সন্ধে সাড়ে 7টা
- 26 এপ্রিল- বনাম পঞ্জাব কিংস (কলকাতা) সন্ধে সাড়ে 7টা
- 29 এপ্রিল- বনাম দিল্লি ক্য়াপিটালস (দিল্লি) সন্ধে সাড়ে 7টা
- 4 মে- বনাম রাজস্থান রয়্য়ালস (কলকাতা) বিকেল সাড়ে 3টে
- 7 মে- বনাম চেন্নাই সুপার কিংস (কলকাতা) সন্ধে সাড়ে 7টা
- 10 মে- বনাম সানরাইজার্স হায়দরাবাদ (হায়দরাবাদ) সন্ধে সাড়ে 7টা
- 17 মে- বনাম রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (বেঙ্গালুরু) সন্ধে সাড়ে 7টা