নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: রাঁচি টেস্ট জয়ের সঙ্গেই এক অনন্য রেকর্ড গড়েছে ভারতীয় দল ৷ ঘরের মাঠে লাগাতার সিরিজ জয়ের নিরিখে দু’নম্বরে উঠে এসেছে মেন ইন-ব্লু ৷ 2013 সাল থেকে ঘরের মাঠে টানা 17টি টেস্ট সিরিজে অপরাজিত রয়েছে ভারত ৷ এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷ এই অনন্য কীর্তিতে ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে যাঁর অবদান সবচেয়ে বেশি, সেই বিরাট কোহলি আজ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট করেছেন বিরাট ৷
রান-মেশিন এই মুহূর্তে লন্ডনে রয়েছেন পরিবারের সঙ্গে ৷ স্ত্রী অনুষ্কা শর্মা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ সদ্যজাত-সহ স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনেই রয়েছেন তিনি ৷ আজও লন্ডনের এক রেস্তোরাঁয় বিরাটকে দেখা গিয়েছে ৷ সঙ্গে তাঁর 3 বছরের মেয়ে ছিল ৷ সেই সুদূর লন্ডন থেকে অনভিজ্ঞ তরুণ ভারতীয় দলকে অভিনন্দন জানালেন বিরাট ৷ ঘরের মাঠে টানা সিরিজ জয়ের রেকর্ড অব্যাহ রাখার জন্য ৷ বিরাট তাঁর সোশাল মিডিয়া সাইটে লিখেছেন, "ইয়েস !!! ভারতের তরুণ দলের অসাধারণ সিরিজ জয় ৷ খিদে, একাগ্রতা এবং ধৈর্য দেখিয়েছে ৷"