হায়দরাবাদ, 18 নভেম্বর:সাম্প্রতিক সময়ে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন তিনি ৷ ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে কার্যত নিশ্চুপ ছিল তাঁর ব্য়াট ৷ চলতি বছর সব ফর্ম্যাট মিলিয়ে 19 ম্য়াচে 20.33 গড়ে মাত্র 488 রান এসেছে 'কিং' কোহলির ব্যাটে ৷ কিন্তু তবুও আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে স্পটলাইট থাকবে বিরাট কোহলির উপর ৷ কারণটা অবশ্যই ক্যাঙারুর দেশে তাঁর পুরনো রেকর্ড ৷
'বিরাট' ব্যাটে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভাঙতে পারে একগুচ্ছ রেকর্ড, রইল তালিকা - BORDER GAVASKAR TROPHY
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলির উইলোয় ভাঙতে পারে বেশ কিছু রেকর্ড ৷ একনজরে দেখে নিন সেইসব নজিরের তালিকা ৷
পারথে প্র্যাকটিস ম্যাচে বিরাট কোহলি (GETTY)
Published : Nov 18, 2024, 1:18 PM IST
|Updated : Nov 18, 2024, 1:36 PM IST
এখনও পর্যন্ত 13 ম্যাচে ছ'টি শতরান সহযোগে অস্ট্রেলিয়ার মাটিতে 1352 রান করেছেন বিরাট কোহলি ৷ অনুরাগীরা মজা করেই বলে থাকেন, অস্ট্রেলিয়ার মাটি বিরাটের জন্য 'হ্যাপি হান্টিং প্লেস' ৷ তাই অফ ফর্মে থাকলেও আসন্ন টেস্ট সিরিজে বেশ কিছু নজির অপেক্ষা করে রয়েছে 80টি আন্তর্জাতিক শতরানের মালিকের জন্য ৷ দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ড ভাঙতে পারেন কোহলি:
- সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সর্বাধিক রানসংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির কাছে ৷ সেজন্য রানমেশিনের দরকার আর 458 রান ৷ সচিনের ঝুলিতে রয়েছে 1809 রান ৷ সিরিজ শুরুর আগে বিরাটের ঝুলিতে 1352 রান ৷
- অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের ব্যাটার হিসেবে সর্বাধিক শতরানের নজির ছুঁয়ে ফেলার কিংবা ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে ৷ ভারতীয় ব্যাটারের নামের পাশে অস্ট্রেলিয়ায় শতরানের সংখ্যা ছ'টি ৷ তাঁর সামনে রয়েছেন জ্যাক হবস (9টি) ও ওয়ালি হ্যামন্ড (7) ৷ একজনের রেকর্ড তো ভাঙতেই পারে কোহলির ব্যাটে ৷
- রান সংগ্রহের নিরিখে অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ায় সবচেয়ে পছন্দের মাঠ কোহলির ৷ সেই মাঠে আর 102 রান করলে সর্বাধিক রান সংগ্রহকারী সফরকারী ব্য়াটার হবেন ভারতীয় ক্রিকেটার ৷ ভাঙবেন ব্রায়ান লারার 610 রানের নজির ৷
- ফর্ম্যাট নির্বিশেষে অস্ট্রেলিয়ার মাটিতে 3426 রানের মালিক বিরাট কোহলি ৷ দ্বিতীয়স্থানে থাকা সচিন তেন্ডুলকরের চেয়ে 126 রানে এগিয়ে গিয়েছেন এমনিতেই ৷ এবার তাঁর সামনে প্রথম ভারতীয় ব্য়াটার হিসেবে ব্র্যাডম্য়ানের দেশে 4,000 রান পূর্ণ করার সুযোগ ৷ অর্থাৎ, এই নজিরে নাম লেখাতে কোহলির চাই 574 রান ৷
- অস্ট্রেলিয়ার একটি ভেন্যুতে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে জ্য়াক হবসের সঙ্গে আপাতত একই মেরুতে রয়েছেন কোহলি ৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যেমন হবসের পাঁচটি শতরানের নজির রয়েছে, কোহলির তেমন পাঁচ শতরান রয়েছে অ্যাডিলেডে ৷ অর্থাৎ, আসন্ন পিঙ্ক বল টেস্টে শতরান করলেই অস্ট্রেলিয়ার একটি ভেন্যুতে সর্বাধিক শতরানের মালিক হবেন তারকা ভারতীয় ব্যাটার ৷
- সব ঠিক থাকলে আসন্ন সিরিজের তৃতীয় ম্যাচ অর্থাৎ, গাব্বায় নামতেই একটি বিরল নজির স্পর্শ করবেন কোহলি ৷ দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শততম আন্তর্জাতিক ম্য়াচ খেলার নজির গড়বেন কোহলি ৷ সামনে কেবল সচিন তেন্ডুলকর (110 ম্য়াচ) ৷
- অজিদের বিরুদ্ধে সর্বাধিক আন্তর্জাতিক শতরান করা ভারতীয় ব্যাটারও হয়ে যেতে পারেন কোহলি ৷ সবধরনের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 16টি শতরান রয়েছে ভারতীয় ব্যাটারের ৷ চার শতরানে সচিনের (20টি) নজির স্পর্শ করবেন তিনি ৷ পাঁচটি শতরানে কোহলি টপকে যাবেন 'মাস্টার-ব্লাস্টার'কে ৷
Last Updated : Nov 18, 2024, 1:36 PM IST