হায়দরাবাদ, 11 ফেব্রুয়ারি: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গতিবিধিতে সবসময় নজর ফুটবল অনুরাগীদের ৷ চলতি মরশুম শেষের পথে ৷ আর চলতি মরশুমে শেষ হয়ে যাওয়ার সঙ্গেই সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পর্তুগিজ মহাতারকার ৷ আগামী মরশুমে ক্রিশ্চিয়ানো কোথায় খেলবেন? জানতে অনুরাগীদের আগ্রহের শেষ নেই ৷ সেই আগ্রহের নিরসণ কার্যত হয়েই গেল ৷ অন্য কোথাও নয়, সৌদির ক্লাবেই আরও একবছরের জন্য থেকে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় ৷
আল নাসেরের সঙ্গে আরও একবছর চুক্তি নবীকরনের মনস্থির করেছেন সম্প্রতি চল্লিশ পূর্ণ করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সংবাদসংস্থা এএফপি'কে সোমবার এমনটাই জানিয়েছেন সৌদির ক্লাবের এক আধিকারিক ৷ এএফপি'র রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট ক্লাবকে আগামী বছর জুন পর্যন্ত চুক্তি নবীকরনের মৌখিক সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বাধিক গোলদাতা ৷ সংশ্লিষ্ট ক্লাব আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থার তরফে লেখা হয়েছে, "দু'পক্ষই সম্প্রতি চুক্তি পুনর্নবীকরনের ব্য়াপারে সম্মত হয়েছে ৷ তবে চুক্তিপত্রে স্বাক্ষর এখনও হয়নি ৷ কিছুদিনের মধ্যেই সেই ঘোষণা চলে আসবে ৷"
2023 সালের জানুয়ারিতে ইউরোপিয়ান ফুটবলের মায়া ত্যাগ করে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো ৷ চলতি মরশুমের শুরুতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা ক্লাবটির হয়ে প্রথমবার চুক্তি নবীকরণ করেছিলেন পর্তুগিজ মহাতারকা ৷ সবধরনের প্রতিযোগিতায় আল নাসেরের জার্সিতে 96 ম্যাচে এখনও পর্যন্ত 88টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো ৷ যদিও সৌদির ক্লাবের হয়ে মেজর কোনও ট্রফি এখনও জিততে পারেননি ৷ অথচ আল নাসেরকে মহাদেশীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করার আকাঙ্খা তাঁর বহুদিনের ৷
40 years, countless records, endless legacy. The name is Cristiano Ronaldo. 🐐💛 pic.twitter.com/RZOQ5nfHr0
— AlNassr FC (@AlNassrFC_EN) February 7, 2025
সম্প্রতি সৌদি প্রো-লিগকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেন, "আমি এবং আমার পরিবার সৌদিতে সুখেই রয়েছি ৷ দারুণ এই দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি ৷ এই ক্লাবের হয়ে আমি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই ৷ তার জন্য আরও পরিশ্রম করা এবং আরও বেশি পেশাদার হতে হবে ৷"