হায়দরাবাদ, 4 জুলাই: বিশ্বজয় করে দেশে ফিরেছে ‘মেন ইন ব্লু’ ৷ 13 বছর পর ফের বিশ্বকাপ এসেছে টিম ইন্ডিয়ার ক্যাবিনেটে ৷ রাহুল দ্রাবিড়ের কার্যভারের শেষদিনে গুরুদক্ষিণা দিয়েছে রোহিত ব্রিগেড ৷ 2007 টি-20 বিশ্বকাপের পর ফের ক্রিকেটের কনিষ্ঠ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ৷ টানটান ম্যাচে গর্ডন গ্রিনিজ-গ্যারফিল্ড সোবার্সদের প্রদেশে প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে বিশ্বজয় করেছে ‘রোহিত শর্মা অ্যান্ড কোং’ ৷
বিশ্বজয়ের আনন্দে বুঁদ লক্ষ লক্ষ সমর্থক (ইটিভি ভারত) যদিও ট্রফি পেয়েই দেশে ফেরা হয়নি ৷ ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়েছিল টিম ইন্ডিয়া ৷ শেষ পর্যন্ত বিশেষ বিমানে বিশ্বজয়ীদের ঘরে ফিরিয়ে এনেছে বোর্ড ৷
দিল্লি বিমানবন্দর থেকে বাসে করে সোজা পাঁচতারা হোটেলে পৌঁছেছিল টিম ইন্ডিয়া ৷ সেখানে কেক কেটে উদযাপনের পর খানিক বিশ্রাম নিয়ে টিম বাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে পৌঁছয় বিশ্বজয়ী ভারতীয় দল ৷ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন প্রধানমন্ত্রীকে ‘নমো 1’ লেখা বিশেষ জার্সি উপহার দেওয়া হয় টিম ইন্ডিয়ার তরফে ৷
এরপর সন্ধ্যায় মায়ানগরীতে ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ৷ সেলিব্রেশন মুডে ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ 2007 সালে প্রথম সংস্করণেই ট্রফি ঘরে এনেছিলেন এমএস ধোনি ৷ 17 বছর পর ফের ইতিহাস ফিরিয়েছেন রোহিত ৷ ঘরের ছেলের কৃতিত্বে বাঁধনহারা মেরিন ড্রাইভ ৷ বিশ্বজয়ীদের দেখার জন্য মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে, সর্বত্রই ছিল ক্রিকেটপ্রেমীতে ঠাসা ৷ গান, নাচ, ঢাক-ঢোল বাজিয়ে চলল উৎসব। ভারতীয় দলের সঙ্গে সামিল হলেন কয়েক লক্ষ ক্রীড়াপ্রেমী ৷