ডারবান, 28 নভেম্বর: বোর্ডে মাত্র 42 রান ৷ টেস্টের ইতিহাসে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা ৷ দু’অঙ্কের রান করলেন মাত্র দুই ব্যাটার ৷ কামিন্দু মেন্ডিস করলেন সর্বোচ্চ 13 রান ৷ মার্কো জানসেনের 7 উইকেট মাজা ভেঙে দিল 96’এর বিশ্বজয়ীদের ৷ ডারবানে লজ্জার রেকর্ড গড়ল দ্বীপরাষ্ট্র ৷
1994 সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে 71 রানে অল-আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা ৷ 6 উইকেট নিয়েছিলেন ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম নিয়েছিলেন 4টি উইকেট ৷ টেস্টের ইতিহাসে এটিই এতদিন ছিল শ্রীলঙ্কা সর্বনিম্ন স্কোর ৷ এদিন পাথুম নিশাঙ্কা, দীনেশ চান্ডিমলদের ব্যর্থতায় সেই লজ্জার রেকর্ডও ভেঙে গেল ৷
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করলেন কামিন্দু মেন্ডিস ৷ তাঁর ব্যাটে এল 13 রান ৷ লাহিরু কুমারা করলেন 10 রান ৷ দুই ব্যাটার বাদে কেউ দু’অঙ্কের রানই করতে পারেননি ৷ পাঁচ ব্যাটার ফিরেছেন শূন্য রানে ৷ খাতা খুলতে পারেননি দীনেশ চান্ডিমল, কুশল মেন্ডিস, প্রভাত জয়সূর্য, বিশ্ব ফের্নান্দো ও আসিথা ফের্নান্দো ৷ এদিন 14 ওভারও শেষ করতে পারেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ ৷
Marco Jansen's irresistible spell has bowled Sri Lanka out for their lowest score in Test cricket 😯#WTC25 | #SAvSL: https://t.co/y6bPVkPsHb pic.twitter.com/6QeONaC91N
— ICC (@ICC) November 28, 2024
কিংসমিডে প্রথমে ব্যাট করতে নেমে 191 রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷ সেখান থেকে প্রোটিয়াদের ম্যাচে ফেরালেন মার্কো জানসেন এবং জেরাল্ড কোয়েটজে ৷ জানসেন নিলেন 7টি উইকেট, কোয়েটজে নিলেন 2টি ৷ একটি উইকেট গেল কাগিসো রাবাদার ঝুলিতে ৷ তিন পেসারের দাপটে 42 রানে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস ৷ প্রথম ইনিংসে 157 রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা ৷