পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ঘূর্ণিঝড়ে আটকে রোহিত-বিরাটরা, চার্টার্ড বিমানে বিশ্বজয়ীদের দেশে আনার ব্যবস্থা করছেন শাহ - Indian Team to return Home - INDIAN TEAM TO RETURN HOME

T20 World Cup Champion India: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে টিম ইন্ডিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে লকডাউন নেমেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৷ তারমধ্যেই বিশ্বজয়ীদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

Etv Bharat
ঘূর্ণিঝড়ে আটকে রোহিত-বিরাটরা (Etv Bharat)

By PTI

Published : Jul 2, 2024, 3:07 PM IST

বার্বাডোজ, 2 জুলাই: এখনও বার্বাডোজে আটকে বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া ৷ ঘূর্ণিঝড়ে বাতিল হয়ে গিয়েছে সমস্ত বিমান ৷ অন্যদিকে, ক্রমেই শক্তি বাড়াচ্ছে হ্যারিকেন ‘বেরিল’ । ইতিমধ্যেই অতি শক্তিশালী রূপ ধারণ করেছে এই ঘূর্ণিঝড় । তারমধ্যেই খুশির খবর, আগামিকালের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে চার্টার্ড ফ্লাইটে গায়ানা ছাড়তে পারেন রোহিত শর্মারা ৷

এই মুহূর্তে বার্বাডোজের একটি পাঁচতারা হোটেলে আটকে রয়েছে টিম ইন্ডিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাহত হয়েছে জল ও বিদ্যুৎ সরবরাহও ৷ রবিবার সন্ধ্যা থেকেই কার্যত লকডাউন নেমেছে বার্বাডোজে ৷ গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর না-খোলা পর্যন্ত আটকেই থাকতে হবে ‘মেন ইন ব্লু’কে ৷

সোমবার চার্টার্ড বিমানে ভারতে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ৷ যদিও ঘূর্ণিঝড়ের ফলে তা হয়নি ৷ তারপরেই বিসিসিআই সচিব সংবাদ সংস্থাকে জানিয়েছেন, একাধিক চার্টার অপারেটরের সঙ্গে যোগাযোগ করছি ৷ তবে সবই বিমানবন্দরের উপর নির্ভর করছে । বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কোনও বিমান যেতে পারছে না । ল্যান্ড বা টেক অফ সম্ভব নয় । পরিস্থিতি স্বাভাবিক হলেই চার্টার্ড বিমানে দেশে ফেরানো হবে বিশ্বজয়ীদের ৷’’

বিসিসিআই’য়ের একটি সূত্র জানিয়েছে, ‘‘ইউএস বা ইউরোপে রিফুয়েলিং স্টপ দিয়ে সরাসরি ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে । আমরা বিমানবন্দরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরটি মঙ্গলবার বিকেল পর্যন্ত বন্ধ থাকবে । যদিও আবহাওয়ার উন্নতি হলে আগেও খুলে যেতে পারে ।’’

অন্যদিকে বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি জানিয়েছেন, যা পরিস্থিতি তাতে মঙ্গলবারের পরেও বিমানবন্দর বন্ধ থাকতে পারে । তবে আশা করা হচ্ছে, আগামী 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া সম্ভব হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details