হায়দরাবাদ, 28 ডিসেম্বর: প্যারিস অলিম্পিক্স, টি-20 ক্রিকেট বিশ্বকাপ, দাবা বিশ্বচ্য়াম্পিয়নশিপ ৷ ফেলে আসা বছরে খেলাধুলোয় ভারতের সাফল্য এসেছে বেশ কিছু ৷ তেমনই বেশ কিছু ক্ষেত্রে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রীড়া ৷ সবমিলিয়ে সাফল্য-হতাশার মিশেলেই ফেলে আসা বছর কাটল ভারতীয় খেলাধুলার জন্য ৷ একনজরে দেখে নেওয়া যাক 2025 সালে ভারতীয় খেলাধুলোর উল্লেখযোগ্য সাফল্য-ব্যর্থতার খতিয়ান ৷
প্রথমেই চোখ বোলানো যাক সাফল্যে-
টি-20'তে বিশ্বজয়: 17 বছরের আগল ভেঙে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ ধরা দিল ভারতের জন্য ৷ বার্বাডোজে থ্রিলার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ ভারতের দেওয়া 177 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 169 রানে থেমে যায় প্রোটিয়াব্রিগেড ৷
অলিম্পিক্সে ভারত জিতল ছ'টি পদক: একটি রুপো সহযোগে প্য়ারিস অলিম্পিক্সে ছ'টি পদক জিতল ভারত ৷ টোকিয়োয় জ্যাভলিন থ্রো'য়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া এবার জিতলেন রুপো ৷ জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন শুটার মনু ভাকের ৷ সিঙ্গলসের পাশাপাশি 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ডাবলসে সরবজোৎ সিংকে সঙ্গে নিয়ে পদক জিতলেন তিনি ৷ এছাড়া ব্রোঞ্জ জিতল পুরুষ হকি দল, কুস্তিতে পোডিয়াম ফিনিশ করলেন আমন শেরাওয়াত ৷ রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ এল স্বপ্নিল কুশালের হাত ধরে ৷
'বুড়ো' বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম জয়: সার্বিকভাবে ভারতীয় টেনিসের জন্য বছরটা ভালো না-গেলেও বুড়ো হাড়ে ভেলকি দেখালেন রোহন বোপান্না ৷ নজির গড়ে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতলেন তেতাল্লিশের বোপান্না ৷ সেইসঙ্গে সবচেয়ে প্রবীণ প্লেয়ার হিসেবে গ্র্য়ান্ড স্ল্যাম জয়ের নজির গড়লেন তিনি ৷
প্যারালিম্পিক্সে ভারতের জয়জয়কার: সাতটি সোনা-সহ সর্বমোট 29টি পদক জিতে প্যারিসে প্য়ারালিম্পিক্সের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরল ভারত ৷ প্য়ারিসে ন'টি রুপো ও 13টি ব্রোঞ্জ জিতল তাঁরা ৷ দেশের সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন 17 বছরের তিরন্দাজ শীতল দেবী ৷ পদক ধরে রাখলেন রাইফেল শুটার অবনী লেখারা, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল ৷