ETV Bharat / sports

রোহিত-বিরাটের অবসর থেকে অলিম্পিক্সে বাজিমাত ! কী কী দেখল ক্রীড়াবিশ্ব ? - YEARENDER 2024

চলতি বছরে হাত ধরাধরি করে হেঁটেছে সাফল্য ব্যর্থতা ৷ নতুন বছরে পাল্লা ভারী হোক সাফল্যের, সেই আশাতেই বুক বাঁধছে ক্রীড়াপ্রেমীরা ৷

Major Event of Sports in 2024
রোহিত-বিরাটের অবসর থেকে অলিম্পিক্সে বাজিমাত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 10:41 PM IST

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ চলছে শেষ হতে চলা বছর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশও ৷ অন্যান্য বছরের মতো এবছরও ঘটনাবহুল। ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই কেরিয়ারে দাড়িও টেনেছেন একাধিক তারকা । জীবনের ময়দান থেকেও সরে দাঁড়িয়েছেন অনেকে । খেলার দুনিয়ার সেরা খবর নিয়ে হাজির ইটিভি ভারত।

সবুজ গালিচা থেকে বাইশ গজ, বছরের পর বছর নিজেদের শৈলিতে মন মজিয়েছেন যারা, তাঁদের অনেকেই জানিয়ে দিয়েছেন, সফর এখানেই শেষ । কেউ আলবিদা জানিয়েছেন কেরিয়ারকে । কেউ জীবনের যাত্রাপথে ইতি টেনেছেন ৷ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার থেকে মারিও জাগালো হয়ে কলকাতা ময়দানের টিকে চাত্তুনি, তারার দেশে পাড়ি দেওয়া তারকাদের সংখ্যাটা নেহাতই কম নয় ।

খেলার দুনিয়ায় তোলপাড় (ইটিভি ভারত)

রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে রাফায়েল নাদাল হয়ে হয়ে ঘরের মেয়ে দীপা কর্মকার, সন্ন্যাস নেওয়া তারকাদের সংখ্যাটাও কম নয় । টি-20 বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটকে আলবিদা জানিয়েছেন রোহিত-কোহলি-জাদেজা ৷ কেরিয়ারে দাড়ি টেনেছেন রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহার মতো মহারথীরাও ৷ ব়্যাকেট তুলে রেখেছেন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল ৷ ফুটবল পায়ে আর জাদু দেখাতে দেখা যাবে টনি ক্রুজকে ৷ অবসরে গিয়েছে দেশের 'প্রোদুনোভা গার্ল'ও ৷ ভারতীয় জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় পৌঁছে কেরিয়ারে যবনিকা টেনেছেন দীপা কর্মকার ৷

শুধু নিয়মবাধা অবসর, মৃত্যু নয়, ফেলে আসা বছরেও ময়দান সরব হয়েছে একাধিক বিতর্কেও ৷ অলিম্পিক্সে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত থেকে লিঙ্গ বিতর্কে জড়িয়েও অলিম্পিক্সে সোনা জেতা ইমানে খেলিফ থেকে আনোয়ার আলি নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের দড়ি টানাটানি, বছরভর শিরোনামে থেকেছে ক্রীড়াবিশ্ব ৷

এবার চোখ রাখা যাক সাফল্যে...

  • টি-20'তে বিশ্বজয়: 17 বছরের আগল ভেঙে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ ধরা দিয়েছে ৷
  • অলিম্পিক্সে ভারত জিতল ছ'টি পদক: একটি রুপো সহযোগে প্য়ারিস অলিম্পিক্সে ছ'টি পদক জিতেছে ভারত ৷ টোকিয়োয় জ্যাভলিন থ্রো'য়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া এবার জিতেছেন রুপো ৷ জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন শুটার মনু ভাকের ৷
  • 'বুড়ো' বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম জয়: ভারতীয় টেনিসের জন্য বছরটা ভালো না-গেলেও বুড়ো হাড়ে ভেলকি দেখালেন রোহন বোপান্না ৷ অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতলেন তেতাল্লিশের বোফর্স ৷
  • প্যারালিম্পিক্সে ভারতের জয়জয়কার: সাতটি সোনা-সহ সর্বমোট 29টি পদক জিতে প্যারিসে প্য়ারালিম্পিক্সের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরল ভারত ৷
  • দাবায় বিশ্বজয় গুকেশের: বছরের শেষে 64 খোপের লড়াইয়ে বিশ্বসেরা হলেন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷ কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বছর আঠারোর ছেলে ৷

বাইশ গজের লড়াই থেকে সবুজ গালিচায় মন মাতানো, খেলাধুলো যতটা বিনোদনের, ততটাই গুরুত্বপূর্ণও ৷ চলতি বছরে হাত ধরাধরি করে হেঁটেছে সাফল্য ব্যর্থতা ৷ নতুন বছরে পাল্লা ভারী হোক সাফল্যের, সেই আশাতেই বুক বাঁধছে ক্রীড়াপ্রেমীরা ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 30 ডিসেম্বর: শেষের পথে 2024 । বর্ষবরণের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে ৷ চলছে শেষ হতে চলা বছর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব-নিকেশও ৷ অন্যান্য বছরের মতো এবছরও ঘটনাবহুল। ক্রীড়াক্ষেত্রে যেভাবে একাধিক নজির দেখেছে বিশ্ব, তেমনই কেরিয়ারে দাড়িও টেনেছেন একাধিক তারকা । জীবনের ময়দান থেকেও সরে দাঁড়িয়েছেন অনেকে । খেলার দুনিয়ার সেরা খবর নিয়ে হাজির ইটিভি ভারত।

সবুজ গালিচা থেকে বাইশ গজ, বছরের পর বছর নিজেদের শৈলিতে মন মজিয়েছেন যারা, তাঁদের অনেকেই জানিয়ে দিয়েছেন, সফর এখানেই শেষ । কেউ আলবিদা জানিয়েছেন কেরিয়ারকে । কেউ জীবনের যাত্রাপথে ইতি টেনেছেন ৷ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার থেকে মারিও জাগালো হয়ে কলকাতা ময়দানের টিকে চাত্তুনি, তারার দেশে পাড়ি দেওয়া তারকাদের সংখ্যাটা নেহাতই কম নয় ।

খেলার দুনিয়ায় তোলপাড় (ইটিভি ভারত)

রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে রাফায়েল নাদাল হয়ে হয়ে ঘরের মেয়ে দীপা কর্মকার, সন্ন্যাস নেওয়া তারকাদের সংখ্যাটাও কম নয় । টি-20 বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটকে আলবিদা জানিয়েছেন রোহিত-কোহলি-জাদেজা ৷ কেরিয়ারে দাড়ি টেনেছেন রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহার মতো মহারথীরাও ৷ ব়্যাকেট তুলে রেখেছেন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল ৷ ফুটবল পায়ে আর জাদু দেখাতে দেখা যাবে টনি ক্রুজকে ৷ অবসরে গিয়েছে দেশের 'প্রোদুনোভা গার্ল'ও ৷ ভারতীয় জিমন্যাস্টিককে অন্য উচ্চতায় পৌঁছে কেরিয়ারে যবনিকা টেনেছেন দীপা কর্মকার ৷

শুধু নিয়মবাধা অবসর, মৃত্যু নয়, ফেলে আসা বছরেও ময়দান সরব হয়েছে একাধিক বিতর্কেও ৷ অলিম্পিক্সে 'অযোগ্য' ঘোষিত ভিনেশ ফোগত থেকে লিঙ্গ বিতর্কে জড়িয়েও অলিম্পিক্সে সোনা জেতা ইমানে খেলিফ থেকে আনোয়ার আলি নিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গলের দড়ি টানাটানি, বছরভর শিরোনামে থেকেছে ক্রীড়াবিশ্ব ৷

এবার চোখ রাখা যাক সাফল্যে...

  • টি-20'তে বিশ্বজয়: 17 বছরের আগল ভেঙে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিশ্বকাপ ধরা দিয়েছে ৷
  • অলিম্পিক্সে ভারত জিতল ছ'টি পদক: একটি রুপো সহযোগে প্য়ারিস অলিম্পিক্সে ছ'টি পদক জিতেছে ভারত ৷ টোকিয়োয় জ্যাভলিন থ্রো'য়ে দেশকে সোনা এনে দেওয়া নীরজ চোপড়া এবার জিতেছেন রুপো ৷ জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন শুটার মনু ভাকের ৷
  • 'বুড়ো' বোপান্নার গ্র্যান্ড স্ল্যাম জয়: ভারতীয় টেনিসের জন্য বছরটা ভালো না-গেলেও বুড়ো হাড়ে ভেলকি দেখালেন রোহন বোপান্না ৷ অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস জিতলেন তেতাল্লিশের বোফর্স ৷
  • প্যারালিম্পিক্সে ভারতের জয়জয়কার: সাতটি সোনা-সহ সর্বমোট 29টি পদক জিতে প্যারিসে প্য়ারালিম্পিক্সের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরল ভারত ৷
  • দাবায় বিশ্বজয় গুকেশের: বছরের শেষে 64 খোপের লড়াইয়ে বিশ্বসেরা হলেন তামিলনাড়ুর ডোম্মারাজু গুকেশ ৷ কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েন বছর আঠারোর ছেলে ৷

বাইশ গজের লড়াই থেকে সবুজ গালিচায় মন মাতানো, খেলাধুলো যতটা বিনোদনের, ততটাই গুরুত্বপূর্ণও ৷ চলতি বছরে হাত ধরাধরি করে হেঁটেছে সাফল্য ব্যর্থতা ৷ নতুন বছরে পাল্লা ভারী হোক সাফল্যের, সেই আশাতেই বুক বাঁধছে ক্রীড়াপ্রেমীরা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.