অ্যান্টিগা, 20 জুন: ঠিক যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল দক্ষিণ আফ্রিকার ৷ কষ্টার্জিত না-হলেও বুধবার অ্যান্টিগায় আন্দ্রিয়েস গাউস আতঙ্ক তাড়া করে জিতল প্রোটিয়া বাহিনী ৷ দক্ষিণ আফ্রিকাজাত যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার এদিন কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকা এবং জয়ের মাঝে ৷ দক্ষিণ আফ্রিকার দেওয়া 195 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গাউসের ব্যাটে একসময় জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ কিন্তু গাউসের 47 বলে অপরাজিত 80 রানের ইনিংস ব্যর্থ করে সুপার এইটের প্রথম ম্যাচে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ৷
অ্যান্টিগায় টস জিতে এদিন প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠায় যুক্তরাষ্ট্র ৷ ওপেনার কুইন্টন ডি'ককের 40 বলে 74 রানের ইনিংসে বড় রানের ইমারত গড়ে দক্ষিণ আফ্রিকা ৷ ডি'কক মারেন 7টি চার, 5টি ছয় ৷ এছাড়া অধিনায়ক এইডেন মার্করামের 32 বলে 46 রান এবং হেনরিক ক্লাসেনের 22 বলে অপরাজিত 36 রানের সৌজন্য়ে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 194 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷