কলকাতা, 2 মে: আইপিএলের ভরা বাজারে বেঙ্গল প্রো টি-20 লিগের ঢাকে কাঠি পড়তে চলেছে ৷ শুক্রবার, 3 মে সিএবি বেঙ্গল প্রো টি-20 লিগের ট্রফি উন্মোচন করবে । বাইপাসের ধারের একটি অভিজাত হোটেলে ট্রফি উন্মোচন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
সিএবি পরিচালিত বেঙ্গল প্রো টি-20 লিগ চলতি মরসুমের আইপিএল শেষ হওয়ার 15 দিন পর থেকে শুরু হবে । 21 দিনের এই টুর্নামেন্ট সম্ভবত 11 জুন শুরু হতে চলেছে । পুরুষ ও মহিলা উভয় দলই অংশ নেবে । পুরুষ দলের খেলা হবে ইডেনে । মহিলা দলের খেলা হবে সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মাঠে ।
ছেলেদের আটটি দলের জন্য মার্কি খেলোয়াড়ের নামও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ তবে সেই খেলোয়াড়দের নাম এখনও ঘোষণা করা হয়নি ৷ যদিও সূত্র মারফত আটটি দলের আটজন মার্কি খেলোয়াড়ের নাম জানা গিয়েছে ৷ সূত্র বলছে, আট মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, সুদীপ ঘরামি ও শাহবাজ আহমেদ । এঁদের মধ্যে মুকেশ কুমার শিলিগুড়ির দলের মার্কি খেলোয়াড় হতে পারেন বলে খবর ৷