কলকাতা, 21 অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে সৌরভ গঙ্গোপাধ্যায় । বুধসন্ধ্যায় এই ছবি দেখার জন্য কলকাতা অপেক্ষা করলেও তা সম্ভবত হচ্ছে না ৷
প্রতিবাদ মিছিলে নেই সৌরভ (ইটিভি ভারত) বুধবার সন্ধ্যায় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পদযাত্রার আয়োজন করেছে । সেই মিছিলে সৌরভ হাঁটবেন বলে খবর ছড়িয়ে যায় গত চব্বিশ ঘণ্টায় ৷ সিএবির প্রাক্তন সহ-সভাপতি অমিয় আঢ্য শেষযাত্রায় শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে সৌরভ জানালেন, “ওটা দীক্ষামঞ্জরীর বিষয় । আমি ওখানে যাচ্ছি না ।”
বুধবার দুপুরে কলকাতা ময়দানে বাংলার প্রাক্তন খেলোয়াড়রা আরজি কর কাণ্ডের প্রতিবাদে পদযাত্রা করে । সেখানেও শোনা গিয়েছিল সৌরভ যোগ দেবেন । কিন্তু বাস্তবে তা হয়নি । অবশ্য সেই পদযাত্রার ঘণ্টা’দুয়েক পরে সৌরভ ইডেনে আসেন । তবে সম্পূর্ণ ভিন্ন কারণে । প্রয়াত প্রাক্তন সহ-সভাপতিকে শ্রদ্ধা জানান । ন্যাশানাল ক্লাবের হয়ে সিএবিতে প্রতিনিধিত্ব করতেন অমিয় আঢ্য । ক্লাব ক্রিকেটে জগমোহন ডালমিয়ার সঙ্গে ইনিংস ওপেন করতেন তিনি । সিএবি’র প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, ‘‘সব পুরানো লোকগুলো একে একে চলে যাচ্ছেন । খুব ভালো মানুষ ছিলেন অমিয় আঢ্য ৷’’
সৌরভকে সিএবি চত্বরে পাওয়া গেল আড্ডার মেজাজে (ইটিভি ভারত) শ্রদ্ধাজ্ঞাপনের পরে সৌরভকে সিএবি চত্বরে পাওয়া গেল আড্ডার মেজাজে । গৌতম দাশগুপ্ত, বাবলু কোলেদের মতো প্রবীণ কর্তাদের সঙ্গে ঘরোয়া মেজাজে আড্ডা মারলেন । শুধু তাই নয়, জুনিয়র ক্রিকেটাররা তাঁর অটোগ্রাফ নিতে এলে তাদের ক্রিকেট কোচিং কেমন হচ্ছে তার খবর নেন । সব মিলিয়ে প্রাক্তন ক্রীড়াবিদদের প্রতিবাদ মিছিল থেকে বেহালায় দীক্ষামঞ্জরীর প্রতিবাদী পদযাত্রা, সৌরভ তখন সিএবিতে তাঁর চেনা বৃত্তে হালকা মেজাজে ৷