হায়দরাবাদ, 18 ডিসেম্বর: অনিল কুম্বলে, হরভজন সিং পরবর্তী-যুগে ভারতকে ভরসা দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর ঘূর্ণিতে একাধিক ম্যাচ বাগে এনেছে ভারত ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি হয়ে উঠেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ৷ নামের সঙ্গে জুড়েছে নজিরের লম্বা লাইন ৷ ব্রিসবেন টেস্টের পর অ্যাশ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷
টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । 13 বছরের দীর্ঘ কেরিয়ারে 537টি টেস্ট উইকেট নিয়েছেন ৷ উইকেট শিকারের তালিকায় প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি । 106টি টেস্ট, 116টি ওডিআই এবং 65টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 775টি উইকেট । টেস্ট ক্রিকেটে ইনিংসে 5 উইকেট নিয়েছেন 37 বার । ভারতীয় স্পিনার সাতবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৷ প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷ আর কী কী রেকর্ড রয়েছে অ্যাশের দখলে ? দেখে নিন...
টেস্টে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য সিরিজ: পাঁচদিনের ক্রিকেটে তিনি ছিলেন ভারতের অন্যতম ভরসা ৷ তাঁর আঙুলের জোরে কঠিন ম্যাচও হাসতে হাসতে জিতেছে টিম ইন্ডিয়া ৷ 11 বার টেস্টে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার পেয়েছেন অশ্বিন ৷ বিশ্ব ক্রিকেটে যা রেকর্ড ৷
সর্বাধিক উইকেটের তালিকায় সপ্তম: টেস্ট ক্রিকেটে 537টি উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে ৷ তালিকায় 7 নম্বরে রয়েছেন দক্ষিণী অল-রাউন্ডার ৷ যদিও 533টি উইকেট নিয়ে তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন নাথান লিয়ন ৷
𝙏𝙝𝙖𝙣𝙠 𝙔𝙤𝙪 𝘼𝙨𝙝𝙬𝙞𝙣 🫡
— BCCI (@BCCI) December 18, 2024
A name synonymous with mastery, wizardry, brilliance, and innovation 👏👏
The ace spinner and #TeamIndia's invaluable all-rounder announces his retirement from international cricket.
Congratulations on a legendary career, @ashwinravi99 ❤️ pic.twitter.com/swSwcP3QXA
দ্রুততম 350 উইকেট: টেস্টে দ্রুততম 350টি উইকেট নেওয়ার নজির রয়েছে অশ্বিনের ৷ 66টি টেস্টে 350 উইকেট নিয়েছিলেন তিনি ৷
109 বার বোল্ড করেছেন: 109 বার উইকেট ভেঙেছেন তিনি ৷ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অ্যাশ ৷
37 বার এক ইনিংস পাঁচ উইকেট: শেন ওয়ার্নকে স্পর্শ করেছেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷ কিংবদন্তি লেগ স্পিনারকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 37বার রয়েছে তাঁর দখলে ৷ টেস্টে এক ইনিংসে 67 বার 5 উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিথরনের ঝুলিতে ৷
7 বার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট: শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরনকে স্পর্শ করেছেন অশ্বিন ৷ চতুর্থ ইনিংসে সাতবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন তিনি ৷ সামনে কেবল প্রাক্তন সিংহলী স্পিনার রঙ্গনা হেরাথ (12 বার) ৷
I’ve played with you for 14 years and when you told me today you’re retiring, it made me a bit emotional and the flashbacks of all those years playing together came to me. I’ve enjoyed every bit of the journey with you ash, your skill and match winning contributions to Indian… pic.twitter.com/QGQ2Z7pAgc
— Virat Kohli (@imVkohli) December 18, 2024
প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট: 69 বছরের নজির ভেঙেছেন রবি অশ্বিন ৷ প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ 38 বছর পাঁচ দিনে এই নজির গড়েন অশ্বিন ৷ ভেঙে দেন ভিনু মাঁকড়ের 1955 সালের নজির ৷ 37 বছর 306 দিনে এতদিন এই রেকর্ড ছিল মানকড়ের দখলে ৷
চতুর্থবার ম্যাচে শতরান ও পাঁচ উইকেট: চতুর্থবার একটি ম্যাচে শতরান এবং সঙ্গে পাঁচ বা তার অধিক উইকেট নেওয়ার নজির রয়েছে রবি অশ্বিনের ৷ সর্বাধিক পাঁচবার এই নজির রয়েছে ইয়ান বথামের দখলে ৷ এছাড়া বিরল এই নজির তিনবারের জন্যও গড়তে পারেননি কোনও ক্রিকেটার ৷