ETV Bharat / sports

অস্তাচলে অশ্বিন ! কী কী নজির গড়ে বাইশ গজ ছাড়লেন ‘স্পিনের জাদুকর’ ? - TOP RECORDS OF RAVI ASHWIN

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷ কী কী রেকর্ড রয়েছে অ্যাশের দখলে ?

Ashwin Record
বাইশ গজ ছাড়লেন ‘স্পিনের জাদুকর’ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 18, 2024, 12:53 PM IST

Updated : Dec 18, 2024, 2:12 PM IST

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: অনিল কুম্বলে, হরভজন সিং পরবর্তী-যুগে ভারতকে ভরসা দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর ঘূর্ণিতে একাধিক ম্যাচ বাগে এনেছে ভারত ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি হয়ে উঠেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ৷ নামের সঙ্গে জুড়েছে নজিরের লম্বা লাইন ৷ ব্রিসবেন টেস্টের পর অ্যাশ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । 13 বছরের দীর্ঘ কেরিয়ারে 537টি টেস্ট উইকেট নিয়েছেন ৷ উইকেট শিকারের তালিকায় প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি । 106টি টেস্ট, 116টি ওডিআই এবং 65টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 775টি উইকেট । টেস্ট ক্রিকেটে ইনিংসে 5 উইকেট নিয়েছেন 37 বার । ভারতীয় স্পিনার সাতবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৷ প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷ আর কী কী রেকর্ড রয়েছে অ্যাশের দখলে ? দেখে নিন...

টেস্টে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য সিরিজ: পাঁচদিনের ক্রিকেটে তিনি ছিলেন ভারতের অন্যতম ভরসা ৷ তাঁর আঙুলের জোরে কঠিন ম্যাচও হাসতে হাসতে জিতেছে টিম ইন্ডিয়া ৷ 11 বার টেস্টে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার পেয়েছেন অশ্বিন ৷ বিশ্ব ক্রিকেটে যা রেকর্ড ৷

সর্বাধিক উইকেটের তালিকায় সপ্তম: টেস্ট ক্রিকেটে 537টি উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে ৷ তালিকায় 7 নম্বরে রয়েছেন দক্ষিণী অল-রাউন্ডার ৷ যদিও 533টি উইকেট নিয়ে তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন নাথান লিয়ন ৷

দ্রুততম 350 উইকেট: টেস্টে দ্রুততম 350টি উইকেট নেওয়ার নজির রয়েছে অশ্বিনের ৷ 66টি টেস্টে 350 উইকেট নিয়েছিলেন তিনি ৷

109 বার বোল্ড করেছেন: 109 বার উইকেট ভেঙেছেন তিনি ৷ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অ্যাশ ৷

37 বার এক ইনিংস পাঁচ উইকেট: শেন ওয়ার্নকে স্পর্শ করেছেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷ কিংবদন্তি লেগ স্পিনারকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 37বার রয়েছে তাঁর দখলে ৷ টেস্টে এক ইনিংসে 67 বার 5 উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিথরনের ঝুলিতে ৷

7 বার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট: শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরনকে স্পর্শ করেছেন অশ্বিন ৷ চতুর্থ ইনিংসে সাতবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন তিনি ৷ সামনে কেবল প্রাক্তন সিংহলী স্পিনার রঙ্গনা হেরাথ (12 বার) ৷

প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট: 69 বছরের নজির ভেঙেছেন রবি অশ্বিন ৷ প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ 38 বছর পাঁচ দিনে এই নজির গড়েন অশ্বিন ৷ ভেঙে দেন ভিনু মাঁকড়ের 1955 সালের নজির ৷ 37 বছর 306 দিনে এতদিন এই রেকর্ড ছিল মানকড়ের দখলে ৷

চতুর্থবার ম্যাচে শতরান ও পাঁচ উইকেট: চতুর্থবার একটি ম্যাচে শতরান এবং সঙ্গে পাঁচ বা তার অধিক উইকেট নেওয়ার নজির রয়েছে রবি অশ্বিনের ৷ সর্বাধিক পাঁচবার এই নজির রয়েছে ইয়ান বথামের দখলে ৷ এছাড়া বিরল এই নজির তিনবারের জন্যও গড়তে পারেননি কোনও ক্রিকেটার ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: অনিল কুম্বলে, হরভজন সিং পরবর্তী-যুগে ভারতকে ভরসা দিচ্ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাঁর ঘূর্ণিতে একাধিক ম্যাচ বাগে এনেছে ভারত ৷ 13 বছরের দীর্ঘ কেরিয়ারের পর তিনি হয়ে উঠেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ৷ নামের সঙ্গে জুড়েছে নজিরের লম্বা লাইন ৷ ব্রিসবেন টেস্টের পর অ্যাশ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিচ্ছেন তিনি ৷

টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী । 13 বছরের দীর্ঘ কেরিয়ারে 537টি টেস্ট উইকেট নিয়েছেন ৷ উইকেট শিকারের তালিকায় প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি । 106টি টেস্ট, 116টি ওডিআই এবং 65টি টি-20 ম্যাচ খেলা অশ্বিন তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছেন 775টি উইকেট । টেস্ট ক্রিকেটে ইনিংসে 5 উইকেট নিয়েছেন 37 বার । ভারতীয় স্পিনার সাতবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৷ প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেটের নজিরও তাঁর দখলে ৷ আর কী কী রেকর্ড রয়েছে অ্যাশের দখলে ? দেখে নিন...

টেস্টে সবচেয়ে বেশিবার প্লেয়ার অফ দ্য সিরিজ: পাঁচদিনের ক্রিকেটে তিনি ছিলেন ভারতের অন্যতম ভরসা ৷ তাঁর আঙুলের জোরে কঠিন ম্যাচও হাসতে হাসতে জিতেছে টিম ইন্ডিয়া ৷ 11 বার টেস্টে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ পুরস্কার পেয়েছেন অশ্বিন ৷ বিশ্ব ক্রিকেটে যা রেকর্ড ৷

সর্বাধিক উইকেটের তালিকায় সপ্তম: টেস্ট ক্রিকেটে 537টি উইকেট রয়েছে অশ্বিনের নামের পাশে ৷ তালিকায় 7 নম্বরে রয়েছেন দক্ষিণী অল-রাউন্ডার ৷ যদিও 533টি উইকেট নিয়ে তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন নাথান লিয়ন ৷

দ্রুততম 350 উইকেট: টেস্টে দ্রুততম 350টি উইকেট নেওয়ার নজির রয়েছে অশ্বিনের ৷ 66টি টেস্টে 350 উইকেট নিয়েছিলেন তিনি ৷

109 বার বোল্ড করেছেন: 109 বার উইকেট ভেঙেছেন তিনি ৷ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অ্যাশ ৷

37 বার এক ইনিংস পাঁচ উইকেট: শেন ওয়ার্নকে স্পর্শ করেছেন ভারতের ফিঙ্গার স্পিনার ৷ কিংবদন্তি লেগ স্পিনারকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 37বার রয়েছে তাঁর দখলে ৷ টেস্টে এক ইনিংসে 67 বার 5 উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলিথরনের ঝুলিতে ৷

7 বার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট: শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরনকে স্পর্শ করেছেন অশ্বিন ৷ চতুর্থ ইনিংসে সাতবার পাঁচ উইকেট নিয়ে দুই কিংবদন্তির নজির স্পর্শ করলেন তিনি ৷ সামনে কেবল প্রাক্তন সিংহলী স্পিনার রঙ্গনা হেরাথ (12 বার) ৷

প্রবীণ ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট: 69 বছরের নজির ভেঙেছেন রবি অশ্বিন ৷ প্রবীণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি ৷ 38 বছর পাঁচ দিনে এই নজির গড়েন অশ্বিন ৷ ভেঙে দেন ভিনু মাঁকড়ের 1955 সালের নজির ৷ 37 বছর 306 দিনে এতদিন এই রেকর্ড ছিল মানকড়ের দখলে ৷

চতুর্থবার ম্যাচে শতরান ও পাঁচ উইকেট: চতুর্থবার একটি ম্যাচে শতরান এবং সঙ্গে পাঁচ বা তার অধিক উইকেট নেওয়ার নজির রয়েছে রবি অশ্বিনের ৷ সর্বাধিক পাঁচবার এই নজির রয়েছে ইয়ান বথামের দখলে ৷ এছাড়া বিরল এই নজির তিনবারের জন্যও গড়তে পারেননি কোনও ক্রিকেটার ৷

আরও পড়ুন

Last Updated : Dec 18, 2024, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.