প্যারিস, 4 অগস্ট:বিশ্বের দ্রুততম মানবী হওয়ার দৌড়ে যে দু'টি নাম সবার উপরে ছিল তা হল আমেরিকার শাকারি রিচার্ডসন ও জামাইকার শেলি অ্যান ফ্রেসার-প্রাইস ৷ কিন্তু অলিম্পিক্সে মহিলাদের 100 মিটার দৌড়ে সেমির আগেই নিজেই নাম তুলে নেন ফ্রেসার-প্রাইস ৷ একমাত্র দাবিদার থেকে যান রিচার্ডসন ৷ শনিবার রাত যখন প্রায় 1টা (ভারতীয় সময়ে) তখন অলিম্পিক্সে মহিলাদের 100 মিটার দৌড়ের ফাইনালে সকলকে চমকে দিয়ে সোনা জিতে নেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ৷ লুসিয়ায় তাঁর পদকই প্রথম ৷
100 মিটার স্প্রিন্টকে মানা হয় অলিম্পিকের অন্যতম সেরা ইভেন্ট। এই দৌড়ে গতকাল 10.72 সেকেন্ডে দৌড় শেষ করেন জুলিয়েন ৷ .11 সেকেন্ডের জন্য অলিম্পিক রেকর্ড ছোঁয়া হয়নি তাঁর। তবে, সোনা জিতেই নতুন এক কীর্তি গড়েছেন জুলিয়েন। মাত্র এক লক্ষ 80 হাজার মানুষের দেশ সেন্ট লুসিয়া অলিম্পিক্সে এর আগে কখনওই পদক জিততে পারেনি। আর জুলিয়েনের হাত ধরে সেই দেশে আসে প্রথম সোনার পদক ৷ 10.87 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন শাকারি। 10.92 সেকেন্ড সময় নিয়ে তৃতীয়তে শেষ করে ব্রোঞ্জ জেতেন আমেরিকারই মেলিসা জেফারসন।