পশ্চিমবঙ্গ

west bengal

পিছিয়ে গেলেন শাকারি, সকলকে চমকে দিয়ে সেন্ট লুসিয়াকে সোনা দিলেন জুলিয়েন - Paris Olympics 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 8:51 AM IST

Updated : Aug 4, 2024, 11:03 AM IST

Julien Alfred Wins Women's 100 Meters Final in Paris Olympics 2024: নিরাশ করলেন রিচার্ডসন ৷ শেলি অ্যান ফ্রেসার-প্রাইস নাম তুলতেই সকলেই ভেবেছিলেন শাকারি ট্র্যাকে দাঁড়াবেন, দৌড়বেন আর 'বিশ্বের দ্রুততম মানবী'র খেতাব জিতবেন ৷ কিন্তু গতকাল যখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডপ্রেমীরা অলিম্পিক্সে মহিলাদের 100 মিটারের ফাইনালের দিকে তাকিয়ে তখন শেষ মুহূর্তে বাজিমাত করলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ৷

Paris Olympics 2024
বাঁ-দিক থেকে শাকারি রিচার্ডসন, জুলিয়েন আলফ্রেড, মেলিসা জেফারসন (এপি)

প্যারিস, 4 অগস্ট:বিশ্বের দ্রুততম মানবী হওয়ার দৌড়ে যে দু'টি নাম সবার উপরে ছিল তা হল আমেরিকার শাকারি রিচার্ডসন ও জামাইকার শেলি অ্যান ফ্রেসার-প্রাইস ৷ কিন্তু অলিম্পিক্সে মহিলাদের 100 মিটার দৌড়ে সেমির আগেই নিজেই নাম তুলে নেন ফ্রেসার-প্রাইস ৷ একমাত্র দাবিদার থেকে যান রিচার্ডসন ৷ শনিবার রাত যখন প্রায় 1টা (ভারতীয় সময়ে) তখন অলিম্পিক্সে মহিলাদের 100 মিটার দৌড়ের ফাইনালে সকলকে চমকে দিয়ে সোনা জিতে নেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড ৷ লুসিয়ায় তাঁর পদকই প্রথম ৷

নিরাশ করলেন রিচার্ডসন (এপি)

100 মিটার স্প্রিন্টকে মানা হয় অলিম্পিকের অন্যতম সেরা ইভেন্ট। এই দৌড়ে গতকাল 10.72 সেকেন্ডে দৌড় শেষ করেন জুলিয়েন ৷ .11 সেকেন্ডের জন্য অলিম্পিক রেকর্ড ছোঁয়া হয়নি তাঁর। তবে, সোনা জিতেই নতুন এক কীর্তি গড়েছেন জুলিয়েন। মাত্র এক লক্ষ 80 হাজার মানুষের দেশ সেন্ট লুসিয়া অলিম্পিক্সে এর আগে কখনওই পদক জিততে পারেনি। আর জুলিয়েনের হাত ধরে সেই দেশে আসে প্রথম সোনার পদক ৷ 10.87 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন শাকারি। 10.92 সেকেন্ড সময় নিয়ে তৃতীয়তে শেষ করে ব্রোঞ্জ জেতেন আমেরিকারই মেলিসা জেফারসন।

2024 সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপে 60 মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন 23 বছর বয়সি জুলিয়েন। 2022 সালে কমনওয়েলথ গেমসে 100 মিটারে রুপো জিতেছিলেন তিনি। পাশাপাশি, তিনি উত্তর আমেরিকার ইনডোরে 60 মিটার দৌড়ে যৌথভাবে রেকর্ডের মালিক। এদিকে, রিচার্ডসন দু'বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ৷ আর আটবার অলিম্পিক পদকজয়ী জামাইকার শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনিই ৷ তবে এই ইভেন্টের সেমিফাইনালের আগে নিজের নাম তুলে নেন ফ্রেসার ৷ তবে নাম কেন তিনি প্রত্যাহার করলেন তার কোনও কারণ জানানো হয়নি। 37 বছর বয়সি জামাইকার এই দৌড়বিদ আগেই জানিয়েছিলেন এটিই তাঁর শেষ অলিম্পিক ৷

লক্ষ্যের অদূরে সেন, কোয়ার্টারে নামছেন হরমনপ্রীতরা; প্যারিসে নবম দিনে একনজরে ভারত

Last Updated : Aug 4, 2024, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details