অ্যান্টিগা, 10 জুন:আবার জয় স্কটল্যান্ডের ৷ ওমানকে সাত উইকেটে হারিয়ে গ্রুপে এক নম্বর দখল করল স্কটিশরা ৷ ওমান প্রথমে ব্যাট করে 20 ওভারে রান তোলে 150 ৷ সাত উইকেট হারায় আকিব ইলিয়াসের দল ৷ এই রান তাড়া করতে নেমে 13.1 ওভারে মাত্র তিন উইকেট খুইয়ে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেন রিচি বেরিংটনরা ৷ যার ফলে স্কটল্যান্ড 3 ম্যাচে 5 পয়েন্ট দখল করে অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপের শীর্ষস্থানের দখল নিল। নেট রান রেটও বেশ ভালো তাদের। এদিকে 2টি ম্যাচে 1 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷
ফের জয় স্কটিশদের, ওমানকে হারিয়ে গ্রুপ টপার রিচি বেরিংটনরা - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024
OMAN vs SCO: যে গ্রুপে 'বিশ্বকাপজয়ী' অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে, রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেখানে পয়লা নম্বরে স্কটল্যান্ড ৷ চলতি টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে 2টিতে জয় নিয়ে, রানরেটে বেশ এগিয়ে রয়েছেন রিচি বেরিংটনরা ৷ প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ফলাফল না-হলেও পরে নামিবিয়া ও গতকাল (ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাত) ওমানকে হারিয়ে একেবারে টপে বিরাজ করছেন স্কটিশরা ৷
Published : Jun 10, 2024, 8:16 AM IST
গতকাল, রবিবার (ভারতীয় সময় অনুযায়ী, রাত সাড়ে দশটা) অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করবেন বলে জানিয়ে দেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস ৷ ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় ওমানের ৷ ওপেনিংয়ে নাশিম খুশি'র সঙ্গে নেমে প্রতীক আথাভালে 40 বলে 54 রান ররেন ৷ পাঁচটি চার ও 2টি ছক্কায় সাজার তাঁর ইনিংস ৷ 10 রান করে নাশিম খুশি সাজঘরমুখী হন ৷ পরে অধিনায়ক আকিব মাত্র 16 রান করে ফিরে যান ৷ এরপর একে একে ব্যাটারা ব্যর্থ হলে আয়ান খান ক্রিজে টিকে যান ৷ 39 বলে 41 রান করেন তিনি ৷ শেষমেশ 20 ওভারে সাত উইকেট হারিয়ে 150 রান তোলে ওমান ৷
অন্যদিকে, স্কটিশ বোলাররা বল হাতেও কামাল করেন ৷ 2টি উইকেট নেন সাফিয়ান শরীফ ৷ একটি করে উইকেট পান মার্ক ওয়াট, ব্র্যাড হুইল, ক্রিস্টোফার সোলে ও ক্রিস গ্রিভস ৷ রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড তিন উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র 13.1 ওভারে। 20 বলে 41 করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ওপেনার জর্জ মুন্সে। পরে তাঁকে সঙ্গ দেন ব্র্যান্ডন ম্যাকমুলেন ৷ 31 বলে 61 রান করে অপরাজিত থেকে যান ৷ দুরন্ত তাঁর ইনিংসে 9টি চার ও 2টি ছয় সাজানো ৷ তাতেই ম্যাচের সেরা তিনি ৷ এদিকে ওমানের বিলাল খান, অধিনায়ক আকিব ও মেহরান খান নেন 1টি করে উইকেট।