পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'প্রত্যেক ট্রফিই সন্তানসম', শিল্ড জিতে আইএসএল কাপে চোখ সঞ্জীব গোয়েঙ্কার - SANJIV GOENKA ON VICTORY

টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড জিতে নজির সবুজ-মেরুনের ৷ সাফল্যের পর মতামত ব্যক্ত করলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷

SANJIV GOENKA ON VICTORY
কোচ ফুটবলারদের সঙ্গে শিল্ডজয়ের সেলিব্রেশনে সঞ্জীব গোয়েঙ্কা (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Feb 24, 2025, 3:59 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: নিয়ন্ত্রিত আবেগে আইএসএল উইনার্স শিল্ড জয়ের উদযাপন সারলেন সঞ্জীব গোয়েঙ্কা। গত দশ বছর ধরে আইএসএলে রয়েছেন। আর শেষ চার বছরে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথমে এটিকে মোহনবাগান এবং বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সময় বদলায়, জার্সির রং বদলায়, কিন্তু তাঁর সাফল্যের অভ্যাস বদলায়নি আইএসএলের দীর্ঘ যাত্রায়। তাই রবিবাসরীয় যুবভারতীতে আইএসএল শিল্ডজয়ের পর নতুন লক্ষ্যের কথা সবুজ-মেরুন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মুখে। তা হল আইএসএল কাপ ৷

ফুটবলার এবং কোচের প্রশংসা: হাতে অনেক ম্যাচ বাকি থাকতেই আমরা এই সাফল্য এনে দেখিয়েছি। কোচ হোসে মোলিনা যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং দলের অধিনায়ক ও বাকি ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এই জয় আমাদের সমর্থকদের উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা এবং সমর্থন ছাড়া এতটা এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপানার সঙ্গে থাকুন, আমরা তাহলে নিজেদের আরও উঁচুতে মেলে ধরতে পারব।

সঞ্জীব গোয়েঙ্কার অনুভূতি (ETV Bharat)

সমর্থকদের পাশে থাকার বার্তা: ভারতের প্রথম ক্লাব হিসেবে আমরা শিল্ড ধরে রাখতে সফল হয়েছি। কোচ-অধিনায়ক-ফুটবলাররা মরশুমজুড়ে চেষ্টা করে গিয়েছেন। আপনারা এভাবে সমর্থন করতে থাকলে আমরা আরও ট্রফি জিতব এভাবেই।

একইদিনে ভারতীয় ক্রিকেটের সাফল্য:চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, "ভারতের জয় সবসময়ই আনন্দের ও গর্বের। আর সেটা যদি হয় পাকিস্তানের বিরুদ্ধে, তার চেয়ে স্পেশাল কিছু হতে পারে না।"

কোন মন্ত্রে সাফল্য: মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার বলেন, "আমি মনে করি, সাফল্যের পিছনে কোচের দল পরিচালনার অনেক ভূমিকা থাকে। ফুটবলাররা নিজেদের কথা না-ভেবে দলের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছেন বলেই এই সাফল্য। তাই এটা দলের ফুটবলার এবং দলের সঙ্গে জড়িত প্রত্যেক সদস্যের কৃতিত্ব।"

দিমিত্রি পেত্রাতোস এবং বিরাট কোহলির মধ্যে কাকে বেছে নেবেন: "দু'জনের মধ্যে এভাবে কোনও একজনকে বেছে নেওয়া সম্ভব নয়। একদিকে ভারত জিতেছে, আরেকদিকে মোহনবাগান জিতেছে। দুজনেই প্রশংসার সমান দাবিদার। আলাদা করে দু'জনের কথাই উল্লেখ করতে হবে

কোনটা বেশি স্পেশাল:একাধিক সন্তানের মধ্যে থেকে অভিভাবকরা যেমন একজনকে সন্তানকে বেছে নিতে পারেন না, ঠিক তেমনই তাঁর পক্ষে একটি কোনও একটি ট্রফি বেছে নেওয়া সম্ভব নয় বলে জানান সঞ্জীব গোয়েঙ্কা ৷ অর্থাৎ, সকল ট্রফিকেই স্পেশাল এবং সন্তানসম বলে অভিহিত করেন তিনি।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details