পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ওর আচরণ ঠিক নয়', বোর্ডের কাছে গম্ভীরকে নিয়ে বিস্ফোরক আর্জি প্রাক্তন ক্রিকেটারের

সাংবাদিক সম্মেলনে গম্ভীরের আচরণ, শব্দচয়ন নিয়ে বিসিসিআই'য়ের কাছে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার ৷ বোর্ডকে আর্জিতে কী লিখলেন তিনি?

GAUTAM GAMBHIR
গৌতম গম্ভীর (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 8:08 PM IST

মুম্বই, 11 নভেম্বর: ওর আচরণ একেবারে সঠিক নয়, সংবাদমাধ্যমের সামনে কীভাবে কথা বলতে হয় জানে না ৷ ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিস্ফোরক এই মর্মে বোর্ডের কাছে আর্জি করলেন ধারাভাষ্য়কার তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ৷ আগামীতে গম্ভীরকে সাংবাদিক বৈঠকে হাজির না-করানোর আর্জি বোর্ডকে জানালেন মুম্বইকর ৷

অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে সোমবার দেশের মাটিতে সাংবাদিক বৈঠক সারেন ভারতের কোচ গৌতম গম্ভীর ৷ নিউজিল্যান্ড সিরিজে হার, অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রত্যাশা ৷ সবমিলিয়ে ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার আগে যে গৌতম গম্ভীর বেশ চাপে ছিলেন, সেটা তাঁর হাবেভাবেই স্পষ্ট ৷ তার উপর সাংবাদিক সম্মেলনে চোখা-চোখা প্রশ্নের বাউন্সারও ধেয়ে আসে তাঁর দিকে ৷ যা সামাল দিতে গিয়ে বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েন রোহিতদের কোচ ৷ বিরাট কোহলিকে নিয়ে করা মন্তব্য়ের পরিপ্রেক্ষিতে রিকি পন্টিংয়ে তীক্ষ্ণ আক্রমণও করে বসেন গম্ভীর ৷

সব দেখেশুনে মঞ্জরেকর এদিন একটি টুইট করেন ৷ যেখানে প্রাক্তন মুম্বই ক্রিকেটার লেখেন, "এইমাত্র গম্ভীরের সাংবাদিক সম্মেলন দেখলাম ৷ আগামীতে ওকে সাংবাদিক সম্মেলন থেকে দূরে রাখাই বিসিসিআই'য়ের জন্য বুদ্ধিমানের কাজ হবে ৷ ওকে পিছন থেকে কাজ করানোই ঠিক আছে ৷ ওর আচরণ সঠিক নয় ৷ সংবাদমাধ্যমারে সামনে শব্দচয়নও যথাযথ নয় ৷ তার চেয়ে রোহিত কিংবা আগরকর এই দায়িত্ব সামলানোর ব্য়াপারে অনেক ভালো ৷" সম্প্রতি বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে করা রিকি পন্টিংয়ের করা একটি মন্তব্য শোরগোল ফেলে ৷

তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনে গম্ভীর এদিন বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে ওর (পন্টিং) এত কীসের মাথাব্য়থা? ওর উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওর এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু'জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু'জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওরা ৷"

এছাড়া অস্ট্রেলিয়া সফরে শার্দূল ঠাকুরের পরিবর্তে নীতিশ রেড্ডির নির্বাচন, রোহিত শর্মাকে পাওয়া যাবে কি না সেই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর সাংবাদিক সম্মেলনে এদিন দিতে হয় গম্ভীরকে ৷ 'হিটম্য়ান' সফরের প্রথম টেস্টে খেলবেন কি না, সে প্রশ্নের উত্তরে অবশ্য নিজেই ধোঁয়াশার মধ্যে ভারতীয় কোচ ৷ তবে রোহিত না-খেললে অভিমন্যু ঈশ্বরণ কিংবা কেএল রাহুল তাঁর জায়গা নিতে প্রস্তুত, তাও জানিয়ে দেন গম্ভীর ৷

ABOUT THE AUTHOR

...view details