দুবাই, 4 অক্টোবর: বিতর্কিত এক সিদ্ধান্তের আবহে শুরু হল ভারতের টি-20 বিশ্বকাপ অভিযান ৷ নিউজিল্য়ান্ড ম্য়াচ দিয়ে শুক্রবার মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপে অভিযান শুরু হয়েছে ভারতের ৷ সেই ম্য়াচের প্রথম ইনিংস চলাকালীন নিউজিল্য়ান্ডের একটি রানআউট ঘিরে তৈরি হল বিতর্ক ৷ রানআউট হয়ে ডাগআউটের পথে হাঁটা লাগালেও ডেকে ক্রিজে ফেরানো হল কিউয়ি ব্য়াটার অ্যামিলিয়া কেরকে ৷
ঘটনাটি নিউজিল্য়ান্ড ইনিংসের চতুর্দশ ওভারের শেষ বলে ৷ অন-স্ট্রাইক ব্যাটার কের ওভারের শেষ বলে দীপ্তি শর্মাকে লং অফে ঠেলে এক রান পূর্ণ করেন ৷ ভারত অধিনায়িকা হরমনপ্রীত কর ওভার সমাপ্ত ঘোষণা হয়েছে ভেবে বল হাতে ধরে এগোতে থাকেন ৷ কিন্তু আচমকা সতীর্থ সোফি ডিভাইনের ডাকে আরও একটি রান নিতে উদ্যত হন কের ৷ কিন্তু সেই রান পূর্ণ করতে পারেননি তিনি ৷ হরমনের ছোড়া বল ধরে ভারতীয় উইকেটরক্ষক রিচা ঘোষ ক্রিজে পৌঁছনোর আগেই কিউয়ি ব্য়াটারকে আউট করে দেন ৷ স্বাভাবিকভাবেই সেলিব্রেশন শুরু করে দেন ভারতীয় ক্রিকেটাররা ৷