হায়দরাবাদ, 6 জানুয়ারি: ফুটবল, কবাডির পর বাইশ গজে অভিষেক বচ্চন ৷ খেলাধুলোর সঙ্গে জুনিয়র বচ্চনের আত্মিক যোগ অনুরাগীদের অজানা নয় ৷ এর আগে ইন্ডিয়ান সুপার লিগ কিংবা প্রো-কবাডি লিগে দল কিনেছেন অভিষেক ৷ নিয়মিত গ্য়ালারি থেকে উৎসাহ জুগিয়ে থাকেন প্লেয়ারদের ৷ এবার বাইশ গজেও তাঁর উপস্থিতি থাকবে নিয়মিত ৷ কারণ, চলতি বছর শুরু হতে চলা ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগে টাকা ঢাললেন অভিষেক ৷ কোনও দল নয়, অভিনেতাকে লিগের মাথায় বসাল কর্তৃপক্ষ ৷
ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগের কো-অনর হলেন 'দশভি' অভিনেতা ৷ আইসিসি অনুমোদিত এই লিগ চালু হচ্ছে চলতি বছরই ৷ মূলত আয়ারল্য়ান্ড, নেদারল্যান্ডস, স্কটল্য়ান্ড থেকে বাইশ গজে প্রতিভা তুলে আনতে আইসিসি'র সঙ্গে যৌথভাবে কাজ করবে এই লিগ ৷ চলতি বছর 15 জুলাই থেকে 3 অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগটি ৷ ডাবলিন, বেলফাস্ট, অ্যামস্টারডম, রটারডম, এডিনবার্গ এবং গ্লাসগো থেকে ছ'টি দল অংশগ্রহণ করবে ইউরোপিয়ান টি-20 প্রিমিয়র লিগে ৷ বলিউড তারকার যোগসূত্রে ক্রিকেট পাগল দেশ হিসেবে ভারতেও যে লিগ জনপ্রিয় হবে, তা বলাই বাহুল্য ৷
আইসিসি অনুমোদিত লিগের কো-অনর হয়ে উচ্ছ্বসিত জুনিয়র বচ্চন ইকোনমিক টাইমসকে বলেন, "ক্রিকেট শুধু একটা খেলা নয় ৷ এটা একত্রিত একটা শক্তি যা সমস্ত বেড়া ভেঙে দিতে পারে ৷ ক্রিকেট যে বিশ্বজনীন হচ্ছে সেটা বোঝানোর জন্য ইটিপিএল একটা আদর্শ প্ল্যাটফর্ম ৷ 2028 অলিম্পিক্সেও ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে ৷ ফলত এর জনপ্রিয়তা আরও বাড়বে ৷" সমস্ত অংশীদারদের সঙ্গে একজোট হয়ে কাজ করে ইউরোপের কোটি কোটি মানুষের মধ্যে ক্রিকেটকে পৌঁছে দেওয়ারও চেষ্টা করবেন তিনি, জানান জুনিয়র বচ্চন ৷
🚨 A GAME CHANGER IN EUROPEAN CRICKET 🚨
— Johns. (@CricCrazyJohns) January 6, 2025
- Abhishek Bachchan invests in the ICC Sanctioned European T20 Premier League as Co Owner.
ETPL set to start on July 15th to August 3rd, 2025, players from Ireland, Scotland & Netherlands. pic.twitter.com/QF3SdiKttD
ইটিপিএল চেয়ারম্যান এবং আইরিশ ক্রিকেট বোর্ডের সিইও ওয়ারেন ডিউট্রম বচ্চনকে স্বাগত জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা অভিষেক বচ্চনকে লিগের কো-অনর ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত ৷ তাঁর খেলাধুলোর প্রতি প্রবল আগ্রহ আমাদের ভাবনাকে বাস্তবায়িত করতে সাহায্য করবে ৷" উল্লেখ্য আইএসএলে চেন্নাইয়িন এফসি এবং প্রো-কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মালিকানা রয়েছে জুনিয়র বচ্চনের ৷