ETV Bharat / sports

মহামেডানে যোগ দিচ্ছেন বাংলার সন্তোষ জয়ের নায়ক রবি - ROBI HANSDA

বাংলাকে সন্তোষ জিতিয়ে আইএসএলের পথে রবি হাঁসদা ৷ যোগ দিচ্ছেন ময়দানের তৃতীয় প্রধানে ৷

ROBI HANSDA
সন্তোষ ফাইনালে গোলের পর রবি (AIFF)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 6, 2025, 8:32 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: বাংলাকে ভারতসেরা করার অন্যতম কারিগত তিনি ৷ সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফিতে গোলের বন্যা বইয়ে মহম্মদ হাবিবের পাঁচ দশকেরও পুরনো নজির ভেঙেছেন তিনি ৷ সন্তোষে 12 গোল করা বাংলার সেই নায়ক রবি হাঁসদা এবার খেলবেন মহামেডান স্পোর্টিংয়ের হয়ে ৷

পূর্ব বর্ধমানের এই ফুটবলারের গোল স্কোরিং অ্যাবিলিটি দেখে তাঁকে পেতে ঝাঁপিয়েছিল ময়দানের দুই প্রধান ৷ মহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি ইস্টবেঙ্গলও দৌড়ে ছিল সন্তোষের সর্বাধিক গোলস্কোরারকে পাওয়ার ৷ শেষ পর্যন্ত মহামেডানের প্রস্তাবে সাড়া দিলেন রবি হাঁসদা ৷ এই সিদ্ধান্ত তাঁর ফুটবলার জীবনের বড় বাঁক হতে পারে ৷ কারণ, কলকাতা লিগে খেলে আইএসএলের মঞ্চে সুযোগের অর্থ কঠিন চ্যালেঞ্জ।

ইতিমধ্যেই বাংলা দলের কোচ সঞ্জয় সেন জানিয়েছেন বাংলা দলের বেশ কিছু ফুটবলারের বড় মঞ্চে খেলার যোগ্যতা রয়েছে। অচিরে তাঁদের সেই মঞ্চে দেখা যাবে। কোচের কথার বাস্তব প্রতিফলন রবি হাঁসদার মহামেডানে যোগ দেওয়ার সিদ্ধান্ত। মহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে। গোল করার লোকের অভাবে ভুগছে আন্দ্রে চের্নিশভের দল। টানা হারের পর শেষ দু'টো ম্যাচে ড্র ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে সাদা-কালো শিবির। রক্ষণের জালে প্রতিপক্ষকে আটকালেও গোল করার লোকের অভাবে ভুগছে দল।

বাঙালি স্ট্রাইকারের অর্ন্তভুক্তিতে সেই কাঁটা দূর হয় কি না, সেটাই দেখার। মহামেডান স্পোর্টিংয়ের মত ইস্টবেঙ্গলও সন্তোষ ট্রফিতে খেলা ফুটবলারদের দলে নিতে আগ্রহী। কোচ অস্কার ব্রুজোঁর কথায় সেই ইঙ্গিত মিলেছে। এখন দেখার কবে সেই ঘোষণা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলকে সন্তোষ ট্রফি ফাইনালে হারিয়ে সাত বছর পর ট্রফি ঘরে তোলে বাংলা ৷ সংযুক্তি সময়ে জয়সূচক গোল করেন রবি হাঁসদা ৷

আরও পড়ুন:

কলকাতা, 6 জানুয়ারি: বাংলাকে ভারতসেরা করার অন্যতম কারিগত তিনি ৷ সদ্য শেষ হওয়া সন্তোষ ট্রফিতে গোলের বন্যা বইয়ে মহম্মদ হাবিবের পাঁচ দশকেরও পুরনো নজির ভেঙেছেন তিনি ৷ সন্তোষে 12 গোল করা বাংলার সেই নায়ক রবি হাঁসদা এবার খেলবেন মহামেডান স্পোর্টিংয়ের হয়ে ৷

পূর্ব বর্ধমানের এই ফুটবলারের গোল স্কোরিং অ্যাবিলিটি দেখে তাঁকে পেতে ঝাঁপিয়েছিল ময়দানের দুই প্রধান ৷ মহামেডান স্পোর্টিংয়ের পাশাপাশি ইস্টবেঙ্গলও দৌড়ে ছিল সন্তোষের সর্বাধিক গোলস্কোরারকে পাওয়ার ৷ শেষ পর্যন্ত মহামেডানের প্রস্তাবে সাড়া দিলেন রবি হাঁসদা ৷ এই সিদ্ধান্ত তাঁর ফুটবলার জীবনের বড় বাঁক হতে পারে ৷ কারণ, কলকাতা লিগে খেলে আইএসএলের মঞ্চে সুযোগের অর্থ কঠিন চ্যালেঞ্জ।

ইতিমধ্যেই বাংলা দলের কোচ সঞ্জয় সেন জানিয়েছেন বাংলা দলের বেশ কিছু ফুটবলারের বড় মঞ্চে খেলার যোগ্যতা রয়েছে। অচিরে তাঁদের সেই মঞ্চে দেখা যাবে। কোচের কথার বাস্তব প্রতিফলন রবি হাঁসদার মহামেডানে যোগ দেওয়ার সিদ্ধান্ত। মহামেডান স্পোর্টিং এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে। গোল করার লোকের অভাবে ভুগছে আন্দ্রে চের্নিশভের দল। টানা হারের পর শেষ দু'টো ম্যাচে ড্র ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে সাদা-কালো শিবির। রক্ষণের জালে প্রতিপক্ষকে আটকালেও গোল করার লোকের অভাবে ভুগছে দল।

বাঙালি স্ট্রাইকারের অর্ন্তভুক্তিতে সেই কাঁটা দূর হয় কি না, সেটাই দেখার। মহামেডান স্পোর্টিংয়ের মত ইস্টবেঙ্গলও সন্তোষ ট্রফিতে খেলা ফুটবলারদের দলে নিতে আগ্রহী। কোচ অস্কার ব্রুজোঁর কথায় সেই ইঙ্গিত মিলেছে। এখন দেখার কবে সেই ঘোষণা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার কেরলকে সন্তোষ ট্রফি ফাইনালে হারিয়ে সাত বছর পর ট্রফি ঘরে তোলে বাংলা ৷ সংযুক্তি সময়ে জয়সূচক গোল করেন রবি হাঁসদা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.