ঢাকা, 6 জানুয়ারি: মানসিক অবসাদ বর্তমানে বিশ্বজনীন উদ্বেগের কারণ ৷ যা গ্রাস করেছে ক্রিকেট-সহ অন্যান্য খেলাধুলোকেও ৷ গ্লেন ম্য়াক্সওয়েল, বেন স্টোকসের মত তারকারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে সাময়িক বিরতি নিয়েছেন বাইশ গজ থেকে ৷ অতীতে মার্কাস ট্রেসকোথিক কিংবা অ্যান্ড্রু ফ্লিনটফের মতো তারকারাও অবসরে যাওয়ার কারণ হিসেবে মানসিক হতাশাকে দায়ী করেছিলেন ৷ একইভাবে মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন বাংলাদেশ ক্রিকেটার জাহানারা আলম ৷
বাংলাদেশ মহিলা দলের তারকা ফাস্ট বোলার জাহানার মাসদু'য়েকের জন্য বাইশ গজ থেকে বিরতি নিয়েছেন ৷ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ আর বিরতি নেওয়ার কারণ মানসিক হতাশা ৷ বাংলাদেশে বোর্ডকে লেখা চিঠিতে বিরতি নেওয়ার কারণ উল্লেখও করেছেন বাংলাদেশ পেসার ৷ একবছর পর গতবছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করেন জাহানারা ৷ পরবর্তীতে টি-20 বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন তিনি ৷
ঘরের মাঠে সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও কুড়ি-বিশের ম্য়াচ খেলেছেন তিনি ৷ তবে ওডিআই স্কোয়াডেও থাকলেও তাঁকে খেলানো হয়নি ৷ বাংলাদেশের হয়ে এযাবৎ 52টি ওডিআই ও 83টি টি20 ম্য়াচ খেলেছেন জাহানারা ৷ বাংলাদেশ মহিলা ক্রিকেটের দায়িত্বে থাকা হাবিবুল বাশার ডেইলি সান'কে রবিবার বলেন, "আমাদের লেখা একটি চিঠিতে জাহানারা জানিয়েছে সে খেলার মত মানসিক স্থিতিতে নেই এবং ক্রিকেট থেকে দু'মাসের বিরতি নিতে চায় ৷ এমনকী সে এও জানিয়েছে প্রয়োজন হলে তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে ৷ কিছু সময়ের জন্য সে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে ৷"
🗣 “She (Jahanara Alam) had given us a letter saying that she was not mentally able to play and took a break from cricket for two months. She even said that she should not be kept in the contract if necessary. Basically, she is taking herself out from everything for some time," … pic.twitter.com/HsS7nc3Xec
— Cricketangon (@cricketangon) January 6, 2025
অর্থাৎ, 19 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে চলা বাংলাদেশের ঐতিহাসিক সফরের অংশ হবেন না ফাস্ট বোলার জাহানারা ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মানের সঙ্গেই তাঁর আবেদন গ্রহণ করেছে ৷ হাবিবুল বাশার বলেন, "কোনও নির্দিষ্ট সময় সে আমাদের জানায়নি ৷ যখন ফের মাঠে ফেরার ইচ্ছে হবে জাহানারা আমাদের জানাবে ৷" উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে 103টি উইকেটের মালকিন জাহানারা ৷