বেঙ্গালুরু, 19 মে: ঘরের মাঠে দুরন্ত বিরাট কোহলি । স্বপ্নের প্রত্যাবর্তন যশ দয়ালের । দু'য়ে মিলে মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই 'বধ' করল বেঙ্গালুরু । চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷
219 রান তাড়া করতে নেমে 20 ওভারে 7 উইকেট হাকিয়ে 191 রানের বেশি তুলতে পারেনি চেন্নাই । অথচ পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে-অফের যোগ্যতাঅর্জনের জন্য প্রয়োজন ছিল 201 রান ৷ প্লে-অফের যোগ্যতাঅর্জনে শেষ ওভারে 17 রান দরকার, এমতাবস্থায় যশ দয়ালের প্রথম বল গ্যালারিতে পাঠান ধোনি ৷ কিন্তু পরের বলেই তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তন করেন গত আইপিএলং রিংকু সিংয়ের কাছে এক ওভারে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল। অন্তিম ওভারে মাত্র 7 রান খরচ করে দলকে প্লে-অফে পৌঁছে দেন তিনি ৷ 13 বলে 25 রানে আউট হন ধোনি ৷ 22 বলে 42 রানে অপরাজিত থেকেও কাজের কাজ করতে ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা ৷