হায়দরাবাদ, 25 এপ্রিল:জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ সানরাইজার্স হায়দরাবাদের ঘরে এসে ম্যাচ বের করে নিয়ে গেলেন বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসিরা ৷ প্রতি ম্যাচেই বিধ্বংসী ব্যাট করা হায়দরাবাদ ব্যাটাররা এদিন কার্যত ব্যর্থ ৷
দুশো ছয় রানের পুঁজি নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের বেকায়দায় ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা । অভিষেক শর্মা (31) ছাড়া হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটাররা ট্রাভিস হেড (1), এইডেন মার্করাম (7), নীতিশ রেড্ডি (7), অনরিখ ক্লাসেন (7), আব্দুল সামাদ (10) স্কোরবোর্ডে 85 রান উঠতেই ফিরে যান । লেগ স্পিনার করণ শর্মা এবং স্বপ্নিল সিং দুটো করে উইকেট নিয়ে আরসিবিকে জয়ের স্বাদ দিলেন ।
যদিও আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যাবর্তনের লড়াই ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে । তারকা ভরা দলের পারফরম্যান্স প্রতিবছরই আশা জাগিয়ে শুরু হয় কিন্তু পূর্নতা পায় না । চলতি আইপিএল-এও তার ব্যতিক্রম নেই । হায়দরাবাদের রাজীব গান্ধী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা ভালো হলেও প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারল না । নির্ধারিত 20 ওভারে সাত উইকেটে 206 রান তোলে বেঙ্গালুরু । বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও পরিচিত দাপুটে ব্যাটিং তাঁর ব্যাট থেকে পাওয়া যায়নি । 43 বলে চারটে বাউণ্ডারি একটি ছক্কায় সাজানো কোহলির 51 রানের ইনিংস শেষ হয় জয়দেব উনাদকরের বলে ।