নয়াদিল্লি, 24 ডিসেম্বর: অলিম্পিক্সের একটি সংস্করণে জোড়া পদক ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে' অনন্য নজির গড়েও মেজর ধ্যানচাঁদ খেলরত্নের জন্য বিবেচিতই হয়নি মনু ভাকেরের নাম ৷ যা নিয়ে দিনদু'য়েক ধরেই শোরগোল দেশের ক্রীড়ামহলে ৷ এব্য়াপারে মুখ খুলেছেন শুটারের বাবাও ৷ তবে চর্চিত বিষয়ে মনুর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল তাঁর তামাম অনুরাগীরা ৷ অবশেষে খেলরত্ন ইস্যুতে মুখ খুললেন তিনি ৷
মঙ্গলবার সোশাল মিডিয়ায় বিতর্কিত বিষয়ে মুখ খুললেন অলিম্পিক্স স্টার ৷ যেখানে তিনি জানালেন, পুরস্কার জয় কোনওদিনই তাঁর লক্ষ্য ছিল না ৷ এদিন টুইটারে একটি পোস্টে হরিয়ানা শুটার লেখেন, "খেলরত্নের মত মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের জন্য আমার নাম মনোনীত না-হওয়ায় যে বিতর্ক চলছে সে ব্যাপারে আমি নিজের মত জানাতে চাই ৷ অ্যাথলিট হিসেবে দেশের হয়ে খেলা এবং পারফর্ম করে যাওয়াই আমার কাজ ৷ পুরস্কার, খ্যাতি নিঃসন্দেহে আমায় অনুপ্রাণিত করে তবে সেটা আমার লক্ষ্য নয় ৷"
এখানেই শেষ নয় ৷ মনু পোস্টে যোগ করেন, "হয়তো আবেদন পত্র পূরণ করার সময় আমার তরফেই কোনও ভুল হয়েছিল ৷ যা ইতিমধ্যেই সংশোধন করে নেওয়া হয়েছে ৷ অ্যাওয়ার্ড না-মিললেও আমি সবসময়ই আমি দেশের জন্য পদক জয়ের ব্যাপারে উদ্বুদ্ধ থাকব ৷ সকলকে অনুরোধ বিষয়টি নিয়ে আর কেউ জলঘোলা করবেন না ৷"
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) December 24, 2024
মনুর আবেদন সত্ত্বেও বিষয়টি নিয়ে চর্চা অব্যাহত রয়েছে ৷ সোমবার মনু ভাকেরের বাবা রামকিষাণ ভাকের ইন্ডিয়া ট্যুডে'কে যদিও জানিয়েছিলেন, তাঁদের তরফে আবেদন করা সত্ত্বেও 12 সদস্যের গঠিত কমিটির তরফে কোনও প্রত্যুত্তর আসেনি ৷ এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়, ক্রীড়ামন্ত্রক জানিয়েছে মনুর তরফে কোনও আবেদনই আসেনি ৷ এমতাবস্থায় মনুর সোশাল মিডিয়া পোস্ট অবাক করেছে অনেককে ৷
বিতর্কের মধ্যে মনু ভাকেরের বাবা মঙ্গলবার ফের আক্ষেপের সুরে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "ওকে (মনু ভাকের) শুটার বানিয়ে আমাদের ভুল হয়েছে ৷ পরিবর্তে যদি ওকে ক্রিকেটার তৈরি করতাম, তাহলে হয়তো সমস্ত পুরস্কার-সম্মান ওর কাছে আসত ৷ অলিম্পিক্সের একটি সংস্করণে জোড়া পদক জিতেছে ও ৷ যা আগে কেউ পারেনি ৷ পুরস্কার জিততে আপনার সন্তানের থেকে এর বেশি আপনি আর কী প্রত্যাশা করেন? সরকারেরও উচিত ওর কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া ৷"