মেলবোর্ন, 22 ডিসেম্বর: বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ঘটনায় অজি মিডিয়ার সঙ্গে খানিক দূরত্ব তৈরি হয়েছে ভারতীয় দলের ৷ বক্সিং-ডে টেস্টের আগে যা হাওয়া গরম করেছে মেলবোর্নের ৷ এরইমধ্যে চতুর্থ টেস্ট শুরু 72 ঘণ্টা আগে অনুশীলনে চোট পেলেন দুই ভারতীয় ক্রিকেটার ৷ রবিবার নেটে ব্যাটিংয়ের সময় হাঁটুতে চোট পান অধিনায়ক রোহিত শর্মা ৷ ব্যাটিং প্র্যাকটিসের সময় চোট লাগে পেসার আকাশদীপেরও ৷
যদিও পরবর্তীতে আশঙ্কা উড়িয়ে টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় রোহিতের চোট নিয়ে উদ্বেগের কিছু নেই ৷ একই কথা প্রযোজ্য আকাশদীপের জন্যও ৷ তবে চোট পাওয়ার পর প্রাথমিকভাবে যে শুশ্রূষার প্রয়োজন হয়েছিল রোহিতের সে বিষয়ে সন্দেহ নেই ৷ ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, নেটে স্পিন বোলিং সামলাতে গিয়ে এদিন হাঁটুতে চোট পান ভারত অধিনায়ক ৷ একটি পুল শট মারতে গিয়ে মিস করেন তিনি ৷ বল এসে লাগে হাঁটুতে ৷ এরপর অনুশীলন ছেড়ে হাঁটুতে আইস প্যাক বেঁধে দীর্ঘক্ষণ বসে থাকেন রোহিত ৷ চোট নিয়ে উদ্বেগ না-থাকলেও এদিন এরপর আর অনুশীলন করেননি 'হিটম্য়ান' ৷