সিডনি, 2 জানুয়ারি: মেলবোর্ন টেস্টের পর থেকে যে জল্পনাটা একটু একটু করে দানা বাঁধছিল, সেটাই সম্ভবত সত্যি হতে চলেছে শুক্রবার ৷ সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা ৷ পরিবর্তে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট অর্থাৎ পিঙ্ক টেস্টে ভারতের নেতৃত্বে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট তেমনটাই ৷
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সিডনি টেস্ট শুরু আগেই রোহিত শর্মা কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৷ রিপোর্টে প্রকাশ দু'জনেই রোহিতের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন ৷ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট সত্যি বলে ধরে নিলে মেলবোর্নেই সম্ভবত জীবনের শেষ আন্তর্জাতিক টেস্টটি খেলে ফেলেছেন ভারতের অধিনায়ক ৷ কারণ, খারাপ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে রোহিত শর্মার সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে মুম্বইকরকে আর টেস্ট স্কোয়াডে রাখার পক্ষপাতী নন নির্বাচকরা ৷ মেলবোর্ন টেস্টের পর টাইমস অফ ইন্ডিয়াররিপোর্টে প্রকাশিত হয়েছিল একটি রিপোর্ট ৷