চেন্নাই, 16 সেপ্টেম্বর: তাঁর নেতৃত্বেই 17 বছর পর কুড়ি-বিশের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারত ৷ টি-20'তে বিশ্বজয়ের পর সংক্ষিপ্ত ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন 'হিটম্যান' ৷ আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তনেই রোহিত শর্মার সামনে বড়সড় রেকর্ডের হাতছানি ৷ বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্য়াচের সিরিজে মাত্র পাঁচটি ছক্কা হাঁকাতে পারলেই ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক হবেন মুম্বইকর ৷
টপকে যাবেন বীরেন্দ্র সেহওয়াগকে:বীরেন্দ্র সেহওয়াগের 11 বছরের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজিরের সামনে রোহিত শর্মা ৷ বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেই সেই নজির ভারত অধিনায়ক গড়ে ফেলবেন বলে ধারণা বিশেষজ্ঞদের ৷ টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির রয়েছে বীরেন্দ্র সেহওয়াগের নামে ৷ 'নজফগড়ের নবাবে'র নামের পাশে রয়েছে 90টি ছক্কার নজির ৷ অন্যদিকে রোহিত শর্মার ঝুলিতে এখনও পর্যন্ত রয়েছে 84টি ছক্কা ৷ অর্থাৎ, বাংলাদেশ সিরিজে 7টি ছক্কা হাঁকালেই প্রাক্তন ওপেনারের রেকর্ড ভাঙবেন বর্তমান ৷ সেক্ষেত্রে তিনি ভাঙবেন 11 বছর আগের রেকর্ড ৷ টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (78) ৷