হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: জমিয়ে গান সেইসঙ্গে মঞ্চে ফাটিয়ে নাচ করছিলেন সোনু নিগম ৷ সেই সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়ক সোনু নিগম ৷ কোনও রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তিনি কনসার্ট থেকে বেরিয়ে আসেন ৷ পিঠের ব্যথায় তিনি যে একেবারে কাবু, তা তাঁর শেয়ার করা ভিডিয়োতেই স্পষ্ট ৷ শিল্পীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলার সময় তিনি কেঁদে ফেলেন ৷
তারপর তাঁকে তড়িঘড়ি জরুরি চিকিৎসা দেওয়া হয় ৷ 'ব্যাক পেইন' কতটা গুরুতর সেই যন্ত্রণার মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোনু।ভিডিয়োতে গায়ককে বলতে শোনা যায়, জীবনের সবচেয়ে কঠিন দিন আমার কাছে ৷ মনে হচ্ছে যেন মেরুদণ্ডে সুঁচ ফোটানো হচ্ছে ৷" তারপরই যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে তাঁকে ৷ বিছানায় বিশ্রাম নিতে নিতে গায়কের সংযোজন, "স্টেজে পারফর্ম করার সময় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। যাইহোক, আমি কোনওভাবে সামলে উঠতে পেরেছি এবং আমার অনুষ্ঠান সেরেছি। আমি খুশি যে, আমার পারফর্মেন্স ভালো ছিল ৷"
টিমের সদস্যরা তাঁকে সাহায্য করছেন। নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না সোনু! তবুও চেষ্টার কোনও ত্রুটি রাখেননি তিনি। রবিবার ছিল সরস্বতী পুজো ৷ তাই তিনি দেবীকে স্মরণ করে ভিডিয়োয় ক্যাপশানে লিখেছেন, "গত রাতে সরস্বতীজি আমার হাতদু'টো ধরেছিলেন ৷" শোয়ে দুর্দান্ত পারফর্মেন্সের পর সোনুর এই অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন ভক্তরা।
উদ্বেগে তাঁর ভক্তরা প্রিয় গায়কের পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, "সোনু জি, ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।" কারওর সংযোজন, "সরস্বতীজি তাঁর প্রিয় সন্তানের কিছু হতে দেবেন না," অন্য আরেক ভক্ত লিখেছেন, "নিজের যত্ন নিও সোনু জি।" বর্তমানে শয্যাশায়ী সোনু।
উল্লেখ্য়, এরপর গায়ক ও সঙ্গীত পরিচালক সোনু নিগম আরও একটি ছবি সোশালে শেয়ার করেছেন ৷ তাতে দেখা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। পরে, তিনি রাষ্ট্রপতি ভবন দিবস উপলক্ষে সেখানে নতুন ওপেন এয়ার থিয়েটারে সঙ্গীত পরিবেশন করেন।