ETV Bharat / sports

ম্যাঞ্চেস্টার ফ্র্যাঞ্চাইজির শেয়ার কিনলেন সঞ্জীব গোয়েঙ্কা, অঙ্ক শুনলে কপালে উঠবে চোখ! - THE HUNDRED CRICKET LEAGUE

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার ইউরোপে স্পোর্টস টিমের মালিক হলেন সঞ্জীব গোয়েঙ্কা ৷ ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বড় শেয়ার এখন কলকাতার শিল্পপতির হাতে ৷

SANJIV GOENKA
আইপিএল নিলামে সঞ্জীব গোয়েঙ্কা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 4, 2025, 10:41 AM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: তিনি মোহনবাগান সুপার জায়ান্টের প্রিন্সিপাল ওনার ৷ খেলাধুলোর সঙ্গে তাঁর সখ্যতা বহুদিনের ৷ ভারতের কোটিপতি লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস এবং এসএ-20 লিগে ডারবান সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিকানাও রয়েছে তাঁর হাতে ৷ তবে এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপে পা বাড়ালেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ৷ 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে খেলা ম্য়াঞ্চেস্টার অরিজিনালসের মালিকানা কিনে নিলেন কলকাতার এই শিল্পপতি ৷

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এখন থেকে জস বাটলার নেতৃত্বাধীন ম্য়াঞ্চেস্টার অরিজিনালসের 49 শতাংশ শেয়ার থাকবে আরপিএসজি গ্রুপের প্রতিষ্ঠাতার হাতে ৷ লন্ডনজাত ফ্র্যাঞ্চাইজির শেয়ার এদেশের শিল্পপতি কত টাকায় কিনলেন, পরিষ্কার অঙ্কটা এখনও সামনে আসেনি ৷ তবে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ভ্যালুয়েশন 100 মিলিয়ন জিবিপি'র (Great British Pound) থেকেও বেশি ৷ আরও পরিষ্কার করে বলতে গেলে 107 মিলিয়ন জিবিপি, জানানো হয়েছে ক্রিকবাজের রিপোর্টে ৷ অবশ্য এই অঙ্কটা প্রতিযোগিতার আরেক ফ্র্যাঞ্চাইজি লন্ডন স্পিরিটের ভ্যালুয়েশনের প্রায় অর্ধেক ৷

ক্রিকবাজের রিপোর্টে বলা হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানা পাওয়ার দৌড়ে ছিলেন আইপিএলে'র অন্য একটি দলের মালিক সংস্থাও ৷ এমনকী ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড যে গ্লেজার পরিবারের মালিকানাধীন, সেই পরিবারের তরফেও এসেছিল বিড ৷ কিন্তু সকলকে পিছনে ফেললেন মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান ৷ যদিও গোয়েঙ্কা একমাত্র নন, 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টের আরেক ফ্র্যাঞ্চাইজি ওভাল ইনভিন্সিবলেরও বড় শেয়ার রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ, আম্বানি পরিবারের হাতে ৷ যাঁরা ইতিমধ্যেই দু'বারের চ্য়াম্পিয়ন (2021, 2022) ৷

195 মিলিয়ন জিবিপি ভ্যালুয়েশনে টুর্নামেন্টের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত লন্ডন স্পিরিট ৷ যার মালিকানা রয়েছে মার্কিন ধনকুবেরদের হাতে ৷ তাঁদের মধ্যে রয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, গুগল সিইও সুন্দর পিচাই, পালো অল্টো নেটওয়ার্কের সিইও নিকেশ অরোরা-সহ আরও অন্যান্যরা ৷ লন্ডন স্পিরিট, ম্য়াঞ্চেস্টার অরিজিনালস, ওভাল ইনভিন্সিবল ছাড়া প্রতিযোগিতার অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজিগুলি হল বার্মিংহ্যাম ফোনিক্স, সাদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস, নর্দার্ন সুপারচার্জার্স ও ওয়েলশ ফায়ার ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: তিনি মোহনবাগান সুপার জায়ান্টের প্রিন্সিপাল ওনার ৷ খেলাধুলোর সঙ্গে তাঁর সখ্যতা বহুদিনের ৷ ভারতের কোটিপতি লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস এবং এসএ-20 লিগে ডারবান সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিকানাও রয়েছে তাঁর হাতে ৷ তবে এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে ইউরোপে পা বাড়ালেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ৷ 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে খেলা ম্য়াঞ্চেস্টার অরিজিনালসের মালিকানা কিনে নিলেন কলকাতার এই শিল্পপতি ৷

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এখন থেকে জস বাটলার নেতৃত্বাধীন ম্য়াঞ্চেস্টার অরিজিনালসের 49 শতাংশ শেয়ার থাকবে আরপিএসজি গ্রুপের প্রতিষ্ঠাতার হাতে ৷ লন্ডনজাত ফ্র্যাঞ্চাইজির শেয়ার এদেশের শিল্পপতি কত টাকায় কিনলেন, পরিষ্কার অঙ্কটা এখনও সামনে আসেনি ৷ তবে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ভ্যালুয়েশন 100 মিলিয়ন জিবিপি'র (Great British Pound) থেকেও বেশি ৷ আরও পরিষ্কার করে বলতে গেলে 107 মিলিয়ন জিবিপি, জানানো হয়েছে ক্রিকবাজের রিপোর্টে ৷ অবশ্য এই অঙ্কটা প্রতিযোগিতার আরেক ফ্র্যাঞ্চাইজি লন্ডন স্পিরিটের ভ্যালুয়েশনের প্রায় অর্ধেক ৷

ক্রিকবাজের রিপোর্টে বলা হয়েছে, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানা পাওয়ার দৌড়ে ছিলেন আইপিএলে'র অন্য একটি দলের মালিক সংস্থাও ৷ এমনকী ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড যে গ্লেজার পরিবারের মালিকানাধীন, সেই পরিবারের তরফেও এসেছিল বিড ৷ কিন্তু সকলকে পিছনে ফেললেন মোহনবাগান সুপার জায়ান্টের চেয়ারম্যান ৷ যদিও গোয়েঙ্কা একমাত্র নন, 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টের আরেক ফ্র্যাঞ্চাইজি ওভাল ইনভিন্সিবলেরও বড় শেয়ার রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ, আম্বানি পরিবারের হাতে ৷ যাঁরা ইতিমধ্যেই দু'বারের চ্য়াম্পিয়ন (2021, 2022) ৷

195 মিলিয়ন জিবিপি ভ্যালুয়েশনে টুর্নামেন্টের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত লন্ডন স্পিরিট ৷ যার মালিকানা রয়েছে মার্কিন ধনকুবেরদের হাতে ৷ তাঁদের মধ্যে রয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, গুগল সিইও সুন্দর পিচাই, পালো অল্টো নেটওয়ার্কের সিইও নিকেশ অরোরা-সহ আরও অন্যান্যরা ৷ লন্ডন স্পিরিট, ম্য়াঞ্চেস্টার অরিজিনালস, ওভাল ইনভিন্সিবল ছাড়া প্রতিযোগিতার অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজিগুলি হল বার্মিংহ্যাম ফোনিক্স, সাদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস, নর্দার্ন সুপারচার্জার্স ও ওয়েলশ ফায়ার ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.