ETV Bharat / health

আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত - WORLD CANCER DAY 2025

বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয় প্রতি বছরের 4 ফেব্রুয়ারি । মারণ রোগ ক্যানসার সম্পর্কে জানালেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ শুভেন্দু মাজি ৷

World Cancer Day News
বিশ্ব ক্যানসার দিবস (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Health Team

Published : Feb 4, 2025, 9:22 AM IST

Updated : Feb 4, 2025, 10:14 AM IST

প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস । এই বিশেষ দিনটি উদযাপনের পিছনে উদ্দেশ্য হল ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করা এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের উত্সাহিত করা ।

সহকারী অধ্যাপক সার্জিক্যাল অঙ্কোলজি ডাঃ শুভেন্দু মাজি বলেন, "শুধু একটা মাত্র দিন নয়, প্রত্যেকদিন কোথাও না কোথাও মহিলা বা পুরুষ অথবা বাচ্চা প্রাণ হারাচ্ছে এই ক্যানসার নিয়ে ৷ তাই ক্যানসারের জন্য একটাদিন নয় ৷ এখন মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় স্তন ক্যানসার, সার্ভিকাল ক্যানসার তারপর অন্যান্য ক্যানসার ৷ পুরুষদের মধ্যে সারা বিশ্বেই ফুসফুসের ক্যানসার ৷ ভারতবর্ষে সবথেকে কমন ক্যানসার হল মুখের ক্যানসার ৷ মহিলা ও পুরুষ যাই হোক না কেন কিছু কিছু ক্য়ানসারের মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে ৷ তারমধ্যে সবথেকে কমন রিস্ক ফ্যাক্টর হল টোবাকো ৷ এছাড়াও বিভিন্ন সেবন, পান করা এগুলির জন্য ক্যানসারের বৃদ্ধি পায় ৷ ফলে এই রিস্ক ফ্যাক্টরগুলি সঙ্গে আমাদের জীবনধারা অনেক পাল্টে গিয়েছে ৷ যারজন্য অনেকের মধ্যে ওবেসিটি বেশি দেখা যাচ্ছে ৷ অ্যাক্টিভিটি কমে গিয়েছে, ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে, শহরে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, খারাপ খাদ্যাভাস তৈরি হচ্ছে ফলে ক্যানসার হওয়ার প্রবণতার বেড়ে যাচ্ছে ৷"

World Cancer Day
ডাঃ শুভেন্দু মাঝি (ETV Bharat)

এছাড়াও তিনি বলেন, "ক্যানসার মানে হল মৃত্যুদণ্ড নয় ৷ এছাড়াও ক্যানসার হলে ফাস্ট স্টেজ ছাড়া লাস্ট স্টেজ হলে রোগীরা বাচবে না এইধরনের বিষয় এখন আর প্রযোজ্য নয় ৷ 20 বছর আগে যে ধারণা ছিল এখন সেই জায়গাটা পুরোটাই পাল্টে গিয়েছে ৷ কারণ এখন বিজ্ঞান আধুনিক জায়গায় এনে দিয়েছে ৷ আমরা এখন অনেক রোগীকে সারিয়ে তুলতে সক্ষম হই ৷ কারণ এখন চতুর্থ স্টেজের রোগীকেও সারানো যায় ৷ এই স্টেজ হল লাস্ট স্টেজ যেখানে ক্যানসার কোষ একটা অঙ্গ থেকে অন্যান্য অঙ্গে চলে যায় ৷ কিন্তু মেডিক্যাল অঙ্কলোজি এতটাই উন্নত সেখানে লাস্ট স্টেজের রোগীও যেখানে 6 মাস বাঁচতো সেখানে এখন দুই বছর পর্যন্ত বাঁচতে পারে ৷ আবার কেউ কেউ এখন চার থেকে পাঁচ বছরও বেঁচে থাকতে পারে ৷ তবে এই কথাটাও ঠিক ফাস্ট স্টেজের রোগী লাস্ট স্টেজের থেকে সারভাইবাল সবথেকে বেশি ৷"

এছাড়াও তিনি জানান, তবে অবশ্য ক্যানসার যে যে বিষয়গুলিতে হতে পারে সেগুলি থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন ৷ খাওয়া দাওয়া ঠিক করে করা প্রয়োজন ৷ সবসময় স্বাস্থ্যকর জীবন মেনে চলাই সুস্বাস্থ্যের লক্ষণ ৷

প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যানসার দিবস । এই বিশেষ দিনটি উদযাপনের পিছনে উদ্দেশ্য হল ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করা এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের উত্সাহিত করা ।

সহকারী অধ্যাপক সার্জিক্যাল অঙ্কোলজি ডাঃ শুভেন্দু মাজি বলেন, "শুধু একটা মাত্র দিন নয়, প্রত্যেকদিন কোথাও না কোথাও মহিলা বা পুরুষ অথবা বাচ্চা প্রাণ হারাচ্ছে এই ক্যানসার নিয়ে ৷ তাই ক্যানসারের জন্য একটাদিন নয় ৷ এখন মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায় স্তন ক্যানসার, সার্ভিকাল ক্যানসার তারপর অন্যান্য ক্যানসার ৷ পুরুষদের মধ্যে সারা বিশ্বেই ফুসফুসের ক্যানসার ৷ ভারতবর্ষে সবথেকে কমন ক্যানসার হল মুখের ক্যানসার ৷ মহিলা ও পুরুষ যাই হোক না কেন কিছু কিছু ক্য়ানসারের মধ্যে রিস্ক ফ্যাক্টর আছে ৷ তারমধ্যে সবথেকে কমন রিস্ক ফ্যাক্টর হল টোবাকো ৷ এছাড়াও বিভিন্ন সেবন, পান করা এগুলির জন্য ক্যানসারের বৃদ্ধি পায় ৷ ফলে এই রিস্ক ফ্যাক্টরগুলি সঙ্গে আমাদের জীবনধারা অনেক পাল্টে গিয়েছে ৷ যারজন্য অনেকের মধ্যে ওবেসিটি বেশি দেখা যাচ্ছে ৷ অ্যাক্টিভিটি কমে গিয়েছে, ফাস্টফুড খাওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে, শহরে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, খারাপ খাদ্যাভাস তৈরি হচ্ছে ফলে ক্যানসার হওয়ার প্রবণতার বেড়ে যাচ্ছে ৷"

World Cancer Day
ডাঃ শুভেন্দু মাঝি (ETV Bharat)

এছাড়াও তিনি বলেন, "ক্যানসার মানে হল মৃত্যুদণ্ড নয় ৷ এছাড়াও ক্যানসার হলে ফাস্ট স্টেজ ছাড়া লাস্ট স্টেজ হলে রোগীরা বাচবে না এইধরনের বিষয় এখন আর প্রযোজ্য নয় ৷ 20 বছর আগে যে ধারণা ছিল এখন সেই জায়গাটা পুরোটাই পাল্টে গিয়েছে ৷ কারণ এখন বিজ্ঞান আধুনিক জায়গায় এনে দিয়েছে ৷ আমরা এখন অনেক রোগীকে সারিয়ে তুলতে সক্ষম হই ৷ কারণ এখন চতুর্থ স্টেজের রোগীকেও সারানো যায় ৷ এই স্টেজ হল লাস্ট স্টেজ যেখানে ক্যানসার কোষ একটা অঙ্গ থেকে অন্যান্য অঙ্গে চলে যায় ৷ কিন্তু মেডিক্যাল অঙ্কলোজি এতটাই উন্নত সেখানে লাস্ট স্টেজের রোগীও যেখানে 6 মাস বাঁচতো সেখানে এখন দুই বছর পর্যন্ত বাঁচতে পারে ৷ আবার কেউ কেউ এখন চার থেকে পাঁচ বছরও বেঁচে থাকতে পারে ৷ তবে এই কথাটাও ঠিক ফাস্ট স্টেজের রোগী লাস্ট স্টেজের থেকে সারভাইবাল সবথেকে বেশি ৷"

এছাড়াও তিনি জানান, তবে অবশ্য ক্যানসার যে যে বিষয়গুলিতে হতে পারে সেগুলি থেকে অবশ্যই দূরে থাকা প্রয়োজন ৷ খাওয়া দাওয়া ঠিক করে করা প্রয়োজন ৷ সবসময় স্বাস্থ্যকর জীবন মেনে চলাই সুস্বাস্থ্যের লক্ষণ ৷

Last Updated : Feb 4, 2025, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.