মুম্বই, 26 অগস্ট: ভারতীয় ক্রিকেট বোর্ডের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'তে পা রাখতে চলেছেন জয় শাহ ৷ কিন্তু অমিত শাহ-পুত্রের পরিবর্তে বিসিসিআই'য়ের নয়া সচিব কে হবেন? জল্পনা চলছেই ৷ উঠে এসেছে একাধিক নাম ৷ তালিকায় রয়েছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল, বোর্ডের প্রাক্তন সহ-সভাপতি রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার এবং সবচেয়ে চর্চা চলছে যাঁর নাম নিয়ে, তিনি হলেন রোহন জেটলি ৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির পুত্র রোহন জেটলি আবার দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে ৷
রোহন জেটলির নাম চর্চায় থাকলেও বোর্ডের একাংশের তাঁকে আবার না-পসন্দ ৷ তালিকায় পরবর্তী বড় নাম অবশ্যই অরুণ ধুমাল ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দাদা অরুণ ধুমাল অতীতে বিসিসিআই'য়ের সভাপতিত্বও করেছেন ৷ তালিকার পরবর্তী বড় নাম মুম্বই বিজেপি'র সভাপতি আশিস শেলার ৷ বোর্ডের কোষাধ্যক্ষের দায়িত্ব সামলানোর পর এবার সচিব হওয়ার অন্যতম দাবিদার তিনি ৷ দৌড়ে রয়েছেন পোড় খাওয়া রাজীব শুক্লাও ৷