আবু ধাবি, 24 নভেম্বর: আইপিএলের 16 বছরের ইতিহাসে সর্বোচ্চ দর পেলেন ভারতের উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্থ ৷ তাঁকে 27 কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস ৷ অন্যদিকে, মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার দ্বিতীয় সর্বোচ্চ দরে গেলেন পঞ্জাব কিংসে ৷ সিজন-17’য় কেকেআর-কে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে 26.75 কোটি টাকায় কিনল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি ৷
পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে রান পাওয়ার পর, আইপিএলেও খুশির খবর কেএল রাহুলের জন্য ৷ তিনবছর এলএসজি-র অধিনায়কত্ব করার পর, এবার রাহুল গেলেন দিল্লি ক্যাপিটালসে ৷ তাঁকে 14 কোটি টাকায় কিনেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি ৷ এ দিন কেএল-কে নেওয়ার জন্য শুরুতেই দর হাঁকে কেকেআর ৷ এই মুহূর্তে অধিনায়কের খোঁজে রয়েছে কলকাতা ৷ মাঝে চেন্নাই সুপার কিংসও দৌড়ে নেমেছিল ৷ শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস বাজিমাত করে ৷
ভারতীয় স্পিনার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন যুজবেন্দ্র চহাল ৷ তাঁকে 18 কোটি টাকায় কিনেছে পঞ্জাব ৷ এদিকে, রবিবার নিলামের প্রথম বিডেই আর্শদীপ সিংকে আরটিএম কার্ডে 18 কোটি টাকায় রিটেন করে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি ৷ 2024 আইপিএলের সর্বোচ্চ দর পাওয়া মিচেল স্টার্ককে 11.75 কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস ৷ গতবছর তাঁকে 24.75 কোটি টাকায় কিনেছিল কেকেআর ৷ তবে, পুরো টুর্নামেন্টে সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিলেন তিনি ৷