কলকাতা, 21 জানুয়ারি: ভারতের কোচ হিসেবে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ৷ ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিপর্যয় ৷ এরপর অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে হার ৷ লাল-বলের ক্রিকেট ছেড়ে এবার সামনে সাদা-বলের ক্রিকেট একাধিক টুর্নামেন্ট দলের ৷ বুধবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু আগে মঙ্গলবার কালীঘাট মন্দিরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ৷
তবে এই প্রথম নয় ৷ গতবছর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর থাকাকালীন দলের মঙ্গল কামনায় কালীঘাটে পুজো দিতে দেখা গিয়েছিল গম্ভীরকে ৷ এবার ভারতীয় দলের মঙ্গলকামনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ভারতের কোচ ৷ এদিন রীতি মেনে কালীঘাট মন্দিরে পুজো দেন গম্ভীর ৷ স্বাভাবিকভাবেই মা কালীর কাছে দলের জন্য আশীর্বাদ যে তিনি চেয়ে নিয়েছেন, তা ধরে নেওয়াই যায় ৷ কালীঘাট মন্দিরে এদিন গম্ভীরের সঙ্গী ছিলেন দলের নবনিযুক্ত ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ৷
এদিকে বুধবার কুড়ি-বিশের সিরিজের প্রথম ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলন সারলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ ইডেনে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের আত্মপ্রকাশ হলেও ইডেন তাঁর কাছে অপরিচিত নয়। কারণ, গৌতম গম্ভীরের নেতৃত্বেই চারবছর নাইটদের হয়ে খেলেছেন তিনি। সেকথা মাথায় রেখেই সূর্যকুমার বলছেন, "ইডেন স্পেশাল। আমার ফ্র্যাঞ্চাইজি কেরিয়ার এখান থেকেই শুরু। গৌতি ভাইয়ের অধিনায়কত্বে খেলেছি ৷" কোচ হিসেবে গম্ভীরকে নিয়ে ভারত অধিনায়ক বলছেন, "ওর কোচিংয়ের ধরন খুব সহজ। আলাদা করে কোনও চাপে থাকে না।"
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারেও পরিস্থিতি অনুযায়ী বদলের ইঙ্গিত সূর্যকুমারের কথায়। তাঁর মতে, "ইংল্যান্ড সব সময় কঠিন দল। ওদের কোথায় দুর্বলতা, তা নিয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে।" আগামী বছর ফের টি-20 বিশ্বকাপ। বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে প্রশ্নের উত্তরে সূর্যকুমার বলেন, "এখনই তাঁরা বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। এই পর্যন্ত জার্নিটা উপভোগ করতে চাই। কোচ বা আমরা জানি, বড় টুর্নামেন্টে কী করতে হয় ৷"