পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রীড়া সাংবাদিকতা জগতে ইন্দ্রপতন, পরলোকে মানস চক্রবর্তী - Sports Journalist Manas Chakraborty

Journalist Manas Chakraborty Passes Away: ক্রীড়া সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন ৷ প্রয়াত মানস চক্রবর্তী ৷ ফুটবল নিয়ে তাঁর অসংখ্য প্রতিবেদন মন ছুঁয়েছে পাঠকদের । পরবর্তীকালে বৈদ্যুতিন মাধ্যমেও তিনি তাঁর মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 7:31 PM IST

কলকাতা, 16 মার্চ: ক্রীড়া সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন । না-ফেরার দেশে মানস চক্রবর্তী । বয়স হয়েছিল 67 বছর । রেখে গেলেন ছিয়াশি বছরের বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা, জামাতা ও নাতিকে । শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।উত্তর 24 পরগনার খড়দার মানস চক্রবর্তী দীর্ঘদিন কর্মরত ছিলেন আনন্দবাজার পত্রিকায় । প্রফুল্ল সরকার লেনের অফিসে যোগ দিয়েছিলেন ব্যাঙ্কের চাকরি ছেড়ে ৷

পরে তিনি বৈদ্যুতিন মাধ্যম কলকাতা টিভি’তেও যোগ দিয়েছিলেন ক্রীড়া সম্পাদক হিসেবে । কভার করেছেন একাধিক বিশ্বকাপ ফুটবলের আসরও । দীর্ঘদেহী মানুষটির অন্যতম অস্ত্র ছিল ক্ষুরধার লেখনী । ফুটবল নিয়ে তাঁর অসংখ্য প্রতিবেদন পাঠকদের ভাবিয়েছে। পরবর্তীকালে বৈদ্যুতিন মাধ্যমেও তিনি তাঁর মুন্সিয়ানার ছাপ রেখেছিলেন ।

নিজের কর্মজীবনে বহু সাংবাদিকের পথপ্রদর্শক ছিলেন মানস ৷ তাঁর সদা হাস্যময়, সদা আলাপি ভাবমূর্তি সবার কাছেই ছিল প্রিয় ৷ ক্রীড়া সাংবাদিকতার পাশাপাশি তাঁর সাহিত‍্য ও সঙ্গীত জগতেও অবাধ যোগাযোগ ছিল । বাংলা ক্রীড়া সাংবাদিকতায় মানস চক্রবর্তী ছিলেন অনেক বড় মাপের সাংবাদিক । জানুয়ারি মাসে সেলিব্রাল অ‍্যাটাক হওয়ার পর থেকেই জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন । শেষ পযর্ন্ত আজ সব মায়া কাটিয়ে চলে গেলেন না-ফেরার দেশে । শনিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও আগামিকাল অর্থাৎ রবিবার মানস চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে । গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অরুণ সেনগুপ্ত ৷ মারণরোগ ক্যানসার তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল ৷ তাঁর প্রয়াণের ছ’মাসের মধ্যেই আরেক নক্ষত্রকে হারাল সাংবাদিকতার জগৎ ৷

আরও পড়ুন:

  1. 'শুনি হো গয়ি শহর কী গলিয়া...' স্নিগ্ধ স্বরের পঙ্কজ উধাস চিরন্তন হয়ে থাকবেন সঙ্গীত দুনিয়ায়
  2. পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল ইনটেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের, প্রয়াত অবতার সাইনি
  3. থেমে গেল 'বিনাকা গীতমালা' কণ্ঠ, প্রয়াত কিংবদন্তি রেডিয়ো সঞ্চালক আমিন সায়ানি

ABOUT THE AUTHOR

...view details