পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে, তবে ইংল্যান্ডকে হারানো কঠিন নয়: জাদেজা - রাজকোট টেস্ট

Ravindra Jadeja: ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্তমানে এই সিরিজ 1-1 সমতায় রয়েছে। আগামিকাল রাজকোটে তৃতীয় টেস্টে খেলতে নামছে রোহিত ব্রিগেড ৷ ম্য়াচে নামার আগে ভারতীয় অলরাউন্ডার জাদেজা বললেন, "ইংল্যান্ডকে হারানো কঠিন নয়, ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে ৷"

রাজকোট টেস্টের আগে জাড্ডু
Ravindra Jadeja

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 3:13 PM IST

রাজকোট, 14 ফেব্রুয়ারি:আগামিকাল রাজকোটে শুরুভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। দু'দল ইতিমধ্যে জিতে নিয়েছে একটি করে ম্যাচ। অর্থাৎ সিরিজের ফলাফল এই মুহূর্তে 1-1। বলা যায় সিরিজ জয়ের রাস্তা খোলা রোহিত শর্মা ও বেন স্টোকস নেতৃত্বাধীন দু'দলের জন্যই। রাজকোটে বৃহস্পতিবার আবার শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ব্রিটিশবাহিনীর অধিনায়ক বেন স্টোকস ৷ অন্যদিকে তৃতীয় টেস্টে নামার আগে জাদেজা বললেন, "ইংল্যান্ডকে হারানো কঠিন নয়, তবে ওরা একটু ভিন্ন ঘরানার ক্রিকেট খেলছে ৷"

রাজকোটে তৃতীয় টেস্ট শুরুর আগে ইতিমধ্যেই একের পর এক ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নেই, ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ারও ৷ সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেএল রাহুল ম্যাচের জন্য একেবারেই ফিট নন। তাঁর পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে কর্ণাটকের তরুণ ব্যাটার দেবদূত পাড়িক্কলকে। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার উপস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন। তিনি খেলতে পারবেন কি পারবেন না, সেই সম্পর্কে এখনও চূড়ান্ত কিছু জানাতে পারেনি বিসিসিআই।

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাজেজা বুধবার বলেন, "ইংল্যান্ডকে হারানো কঠিন নয় ৷ ওরা যে অতি আক্রমণাত্মক খেলছে তাতে আমাদের অভ্যস্ত হতে হবে। অন্য কোনও দলের ভারতে এসে সিরিজ জেতা সহজ ব্যাপার নয়। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ছোট ভুলগুলো না-হলে আমরা হারতাম না ৷" মঙ্গলবার, রবীন্দ্র জাডেজার ফিটনেস নিয়ে কুলদীপ যাদব জানান, "জাড্ডু তাঁর রুটিন ওয়ার্ক করছে। ও গতকাল (সোমবার) একটি সেশন করেছে এবং আমি মনে করি তৃতীয় ম্যাচে ওকে পাওয়া যাবে।"

ভারতীয় বোলার কুলদীপ যাদব অবশ্য টেস্টে তাঁর অংশগ্রহণ সম্পর্কে পরিষ্কার করে কোনও উত্তর দিতে পারেননি। তিনি বলেন, "আমি আমার অবস্থান সম্পর্কে নিশ্চিত নই, কারণ ম্যাচের জন্য এখনও দু'দিন বাকি আছে। সুযোগ পেলে আমি আরও বেশি খুশি হব। আমি খেলব কি না, তা নিয়ে খুব বেশি ভাবছি না। আমি শুধু আমার দিনটা উপভোগ করতে চাই এবং সেই কারণেই কঠোর পরিশ্রম করতে থাকি। দলের খেলায় একটি কম্বিনেশন অনেক গুরুত্বপূর্ণ ৷"

আরও পড়ুন:

  1. 'বাজে শট খেলার পরিণতি!' বিশ্বকাপ ফাইনাল হেরে হতাশ ভারত অধিনায়ক
  2. ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  3. অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান

ABOUT THE AUTHOR

...view details