লখনউ, 28 এপ্রিল: প্রথম ইনিংসে ব্যাট চলল লখনউ অধিনায়ক কে এল রাহুলের ৷ ঘরের মাঠে অধিনায়ক এদিন 48 বলে 76 রান করেন ৷ তাঁকে সঙ্গ দেন দীপক হুডা ৷ এদিন লখনউয়ের করা 196 রান তাড়া করতে নেমে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রাখা দল রাজস্থান রয়্যালসের খুব একটা অসুবিধা হল না ৷
পিঙ্ক ব্রিগেডের অধিনায়ক সঞ্জু স্যামসনের 33 বলে 71 রানের ইনিংসের কাছে ফিকে হয়ে গেল প্রতিপক্ষ অধিনায়কের দুরন্ত পারফরম্যান্স ৷ লখনউকে শনিবার তাদেরই ঘরের মাঠে 7 উইকেটে হারাতে সঞ্জুকে এদিন সঙ্গ দেন ধ্রুব জুরেলও ৷ গতকালের রাজস্থানের এই জয়ে তারা আইপিএলে প্লে-অফের টিকিটও কার্যত পাকা করে ফেলল ৷ চলতি আইপিএলে 9 ম্যাচ খেলে 8টি'তে জয় ও একটি'তে হারের মুখ দেখেছে পিঙ্ক সিটির দল ৷
এদিন লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ প্রতিপক্ষদের অল্প রানে বাঁধতে পিঙ্ক ব্রিগেডের বোলাররাও এদিন ডেলিভারিতে কোনও কমতি রাখেননি ৷ 48 বলে 76 রান করেন লখনউ অধিনায়াক কে এল রাহুল ৷ আর লড়াকু রান তুলতে অধিনায়ককে সঙ্গ দেন দাীপক হুডা ৷ 31 বলে 50 রান করেন তিনি ৷ বাকি কোনও ব্যাটারই এদিন 18-র ওপর রান তুলতে পারেননি ৷ সন্দীপ শর্মা এদিন দু'টি উইকেট নেন ৷ নিউজিল্যান্ড বোলার ট্রেন্ট বোল্ট, আবেশ খান ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন ৷ লখনউ পাঁচ উইকেট খুইয়ে 20 ওভারে 196 রান তোলে ৷
এই রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল করেন 24 রান ৷ যশ বাটলারের ব্যাটে আসে 34 রান ৷ অধিনায়ক সঞ্জু খেলেন এক দাপুটে ইনিংস ৷ 33 বলে 71 রান করে অপরাজিত থেকে যান ৷ 14 রানে আউট হয়ে সাজঘরমুখী হন রিয়ান পরাগ ৷ শেষে সঞ্জুকে সঙ্গ দেন ধ্রুব জুরেল ৷ 34 বলে 54 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে 7 উইকেটে জেতায় এই জুটি ৷ এই জয়ে টানা চারবার প্রতিপক্ষকে মাত দিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রাজস্থান ৷
আরও পড়ুন:
- নায়ক ম্যাকগার্ক, সর্বাধিক স্কোর হাঁকিয়ে কোটলায় মুম্বই 'বধ' দিল্লির
- একাধিক নজিরের দিনে ইডেনে 261 রান তুলেও পঞ্জাবের কাছে হার নাইট শিবিরের
- হাফ সেঞ্চুরি কোহলির, বোলারদের দাপটে জয়ে ফিরল আরসিবি