বার্বাডোজ, 29 জুন:টি-20 বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনও দল কোনও ম্যাচ না-হেরে ট্রফি জিতেছে এমন ঘটনা ঘটেনি ৷ তবে এবার সেই ইতিহাসও ঘটতে চলেছে। ভারত বা দক্ষিণ আফ্রিকা যে দলই চ্যাম্পিয়ন হোক না-কেন, রোহিত ও মার্করামরা গ্রুপ পর্ব বা সুপার এইটের কোনও ম্যাচ না-হেরে ফাইনালে উঠেছে ৷ 2011 সালের পর 2024 সালে ফের কি ভারত বিশ্বকাপ ঘরে তুলতে পারবে ? তা জানা যাবে শনিবার রাতে। l তবে বার্বাডোজে আজকের ফাইনাল ম্যাচেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
খারাপ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ব্রিজটাউনে। এবছরের টি-20 বিশ্বকাপের সমস্যায় ছিল অবিরাম বৃষ্টি যা টুর্নামেন্টের কয়েকটা ম্যাচ ভেস্তে দিয়েছে। কিন্তু আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও আইসিসি বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ-ডে রেখেছে। কিন্তু যদি দু'দিনই বৃষ্টি হয়, তাহলে ফাইনালের ফলাফল কী হবে? কোন দল বিজয়ী হবে?
আবহাওয়ার পূর্বাভাস দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, আজ 99 শতাংশ মেঘাচ্ছন্ন থাকবে। দিনের প্রথম দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে ৷ তবে বৃষ্টি হলেও সেটার পরিমাণ কম হবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 78 শতাংশ ৷ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকায়, এবার ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ দিন রেখেছে আইসিসি ৷ যদি কোনও করণে আজকের ম্যাচ না-হয় সেক্ষেত্রে আগামিকাল হাতে রাখা হয়েছে।
ফাইনাল এবং রিজার্ভ-ডে এর জন্য মোট 190 মিনিট বরাদ্দ করা হয়েছে। তবে রিজার্ভ দিনেও যদি আবহাওয়া খারাপ থাকে, বা ম্যাচ পরিত্যক্ত হলে এবং রিজার্ভ-ডে থাকার পরেও কোনও ফল না-হলে উভয় দলকেই যৌথ বিজয়ী ঘোষণা করা হবে। ম্যাচ টাই হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
এদিকে, আর ভারতীয় দলের সঙ্গে সময় কাটাতে দেখা যাবে না দ্রাবিড়কে ৷ দ্রাবিড়ের সময়কাল নিয়ে বিসিসিআই এক্সে একটি ভিডিয়ো শেয়ার করেছে ৷ 2021-এর নভেম্বরে তিনি টিম ইন্ডিয়ার হেডস্যর পদের দায়ভার পান ৷ আজ তাঁর এই পদের সময়সীমা শেষ হতে চলেছে ৷ এদিকে, আজ রাহুল দ্রাবিড়ের গুরুদায়িত্ব শেষ হতে চলেছে ৷ রোহিত-বিরাটরা আজ বিশ্বকাপ ট্রফি জিতে গুরুদক্ষিণা দিতে চান ৷