মুম্বই, 4 মার্চ: ঘরোয়া ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে রঞ্জি ট্রফির সূচি নিয়ে বোর্ডকে একহাত নিলেন শার্দূল ঠাকুর ৷ মাত্র তিন দিনের ব্যবধানে 10টি রঞ্জি ম্যাচ খেলা যে কোনও ক্রিকেটারের পক্ষে অত্যান্ত কঠিন বলেও মনে করেন মুম্বই অলরাউন্ডার ৷ আগামী মরশুম থেকে রঞ্জি ট্রফির সূচি নিয়ে বোর্ডকে ভাবনাচিন্তা করারও পরার্মশ দেন ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলা এই ক্রিকেটার ৷
তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনালে 9 নম্বরে নেমে দুরন্ত সেঞ্চুরি করে মুম্বইকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার ৷ একইসঙ্গে এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পান বছর বত্রিশের মুম্বই ক্রিকেটার ৷ দ্বিতীয় দিনের শেষে সাংবাদিকদের শার্দূল বলেন, "কয়েক বছর আগেও রঞ্জি ট্রফির দু'টি ম্যাচের মধ্যে বেশ কয়েক দিনের বিরতি থাকত ৷ আমার মনে আছে, 7-8 বছর আগে প্রথম তিনটি ম্যাচের মধ্যে তিন থেকে চার দিনের বিরতি থাকত ৷ আর নক-আউট ম্যাচের আগে পাঁচ দিনের ব্যবধান থাকত ৷ কিন্তু এ বছর প্রতিটি ম্যাচই মাত্র তিন দিনের ব্যবধানে খেলতে হচ্ছে ৷ ফাইনাল পর্যন্ত মাত্র তিন দিনের ব্যবধানে প্রতিটি ম্যাচ খেলা ঘরোয়া ক্রিকেটারদের কাছে অত্যন্ত কষ্টের ৷ এতে খেলোয়াড়দের চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷"