পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সবুজ ঘাসের পিচে রোহিতদের স্বাগত জানাবে অজিরা! ইঙ্গিত কামিন্সের

অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে পিচ কেমন হতে পারে ৷ আগাম ধারণা দিয়ে ভারতীয় শিবিরকে সতর্ক করলেন প্যাট কামিন্স ৷ কী বললেন তিনি?

PAT CUMMINS
প্যাট কামিন্স (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 25 অক্টোবর: নভেম্বর আসন্ন ৷ খুব স্বাভাবিকভাবেই বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে চড়ছে পারদ ৷ ঠিক এমন সময় ঘরের মাঠে কেমন পিচে ভারতীয় দলকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া, তা নিয়ে খানিক ধারণা দিলেন অধিনায়ক প্যাট কামিন্স ৷ যা ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে উত্তেজনা খানিক উসকে দিল বৈকি ৷ দেশের মাটিতে প্রথমবার বর্ডার-গাভাসকর ট্রফিতে অধিনায়কত্ব করতে চলা প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি পিচে ঘাসের জঙ্গল বানিয়ে দিতেন ৷

এক ক্রিকেটিং পডকাস্টে পিচ নিয়ে প্রশ্নের উত্তরে মজার ছলেই এমন মন্তব্য় করেন অজি অধিনায়ক ৷ তিনি বলেন, "সত্যি যদি আমার হাতে দায়িত্ব থাকত ৷ তাহলে আপনার পিছনে যে ঝোপ দেখা যাচ্ছে পিচও ঠিক তেমনটাই হত (হেসে) ৷" কামিন্সের এই কথাতেই স্পষ্ট জোশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক সমৃদ্ধ অজি পেস অ্যাটাক ভারতের বিরুদ্ধে এমন ঘাসে ভরা পিচেরই প্রত্যাশী ৷ যদিও এরপরেই গোটা বিষয়টিকে মজার ছলে পরিবেশন করেন অজি দলনায়ক ৷

কামিন্স বলেন, "দুর্ভাগ্যবশত পিচ অপেক্ষা করে দেখা ছাড়া আমার কিছু করার নেই ৷ শেষ দু'টি সিরিজে পিচের চরিত্র দুর্দান্ত ছিল ৷" সবমিলিয়ে শেষমেশ বিষয়টিকে মজার ছলে উড়িয়ে দিলেও অভিপ্রায় জানান দিয়ে গেলেন ক্য়াঙারুব্রিগেডের অধিনায়ক ৷ একইসঙ্গে ঘরের মাঠে শেষ দু'টি বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যে কোন হার বেশি যন্ত্রণাদায়ক, তাও জানিয়ে দেন কামিন্স ৷

পডকাস্টে অজি স্পিডস্টার 2018-19 মরশুমে ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির হারকে বেশি যন্ত্রণাদায়ক বলে বর্ণনা করেছেন ৷ এমনকী এর পিছনে কারণও দর্শিয়েছেন তিনি ৷ কামিন্স বলেন, "আমার মনে হয় 2018-19 সালের হারটা বেশি খারাপ ছিল ৷ কারণ ওই সিরিজে আমরা একপেশে ভাবে হেরেছিলাম ৷ 2020-21 সিরিজে তবুও তো আমরা লড়াই ছুড়ে দিয়েছিলাম কিছুটা ৷" পাশাপাশি গাব্বায় ভারতের প্রথম টেস্ট জয়কে 'দুর্দান্ত' বলে অভিহিত করেন কামিন্স ৷

ABOUT THE AUTHOR

...view details