প্যারিস, 27 জুলাই: তিন বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, একবছর বাদে কমনওয়েলথ গেমসে সোনা, একই বছরে এশিয়াডে রুপো ৷ গত কয়েকবছর ধরে লাগাতার সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় হয়ে উঠেছেন তিনি ৷ বছর বাইশের লক্ষ্য সেনের থেকে চলতি অলিম্পিক্সেও তাই পদকের প্রত্য়াশা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের ৷ আর পদকজয়কে পাখির চোখ করে প্য়ারিসে শুরুটা দারুণ করলেন লক্ষ্য ৷ স্ট্রেট গেমে তিনি হারালেন গুয়াতেমালার কেভিন কর্ডনকে ৷ যিনি গত অলিম্পিক্সে শেষ চার পর্যন্ত পৌঁছেছিলেন ৷
গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে এদিন লক্ষ্য জিতলেন 21-8, 22-20 ব্যবধানে ৷ প্রথম গেম একপেশে ভাবে জিতে নিলেও দ্বিতীয় গেমে এদিন বেশ বেগ পেতে হয় ভারতীয় শাটলারকে ৷ কিন্তু দ্বিতীয় গেমে পিছিয়ে থেকে বাজিমাত করে যান লক্ষ্য ৷ দ্বিতীয় গেমে একসময় এদিন 16-20 ব্যবধানে পিছিয়ে ছিলেন তিনি ৷ কিন্তু হিমশীতল মানসিকতার পরিচিয় দিয়ে গেম এবং সেইসঙ্গে ম্যাচ নিজের নামে করে নেন তিনি ৷