পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লস অ্যাঞ্জেলসে সোনা জয়ের শপথ, ব্রোঞ্জ জিতে দেশে ফিরল হকি দল - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Indian Hockey Team Received Grand Welcome: শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে পা রাখলেন হরমনপ্রীত সিং অ্যান্ড কোং ৷ হকি দল বিমানবন্দরে পৌঁছতেই দ্বিগুণ হয় সেলিব্রেশনের আনন্দ ৷ ঢোলের বাদ্যিতে কোমর দোলান হকি প্লেয়াররা ৷ সেলিব্রেশনের মাঝেও পরবর্তী অলিম্পিক্সে সোনার লক্ষ্য বেঁধে দেন জারমনপ্রীত ৷

Indian Hockey Team Receives Grand Welcome
বিমানবন্দরে হকি প্লেয়ারদের উল্লাস (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 12:55 PM IST

Updated : Aug 10, 2024, 1:35 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: পাঁচ দশকেরও বেশি সময় পর অলিম্পিক্সে পদক ধরে রাখতে সফল ভারতীয় হকি দল ৷ স্বাভাবিকভাবেই শনিবার দেশে ফেরা হরমনপ্রীত, মনদীপদের বরণ করে নিলেন উৎসুক অনুরাগীরা ৷ ঢাক, ঢোল সহযোগে এদিন সকালে দিল্লি বিমানবন্দরে প্রস্তুত ছিল বরণের মঞ্চ ৷ হকি দল বিমানবন্দরে পৌঁছতেই দ্বিগুণ হল সেলিব্রেশনের আনন্দ ৷ ঢোলের বাদ্যিতে পা মেলালেন হকি প্লেয়াররা ৷ তবে সেলিব্রেশনের মাঝেও লক্ষ্য বেঁধে দিলেন জারমনপ্রীতরা ৷

হরমনপ্রীত বললেন দায়িত্ব বেড়ে গেল: 10 গোল করে প্রতিযোগিতায় সর্বাধিক গোলদাতা হয়েছেন হরমনপ্রীত সিং ৷ যিনি ভারতীয় দলের অধিনায়কও বটে ৷ টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ে হরমনের ভূমিকা অনস্বীকার্য ৷ দেশে ফিরে ভারত অধিনায়ক জানালেন দায়িত্ব বেড়ে গেল ৷ হরমনপ্রীত এদিন বলেন, "লক্ষ্য ছিল সোনা জয়, কিন্তু সেটা হয়নি ৷ তবে আমরা খালি হাতেও ফিরিনি ৷ টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি হয়েছে ৷" কেন্দ্রীয় সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশংসাও করেন ভারত অধিনায়ক ৷ একইসঙ্গে বলেন, "যে ভালোবাসা হকিকে অনুরাগীরা দিচ্ছেন তাতে দায়িত্ব বেড়ে গেল ৷"

কোচের প্রশংসা জারমনপ্রীতের:ভারতের পদকজয়ের পিছনে কোচ ক্রেগ ফুলটনকে কৃতিত্ব দিলেন ডিফেন্ডার জারমনপ্রীত সিং ৷ দেড় বছরেরও কম সময় দায়িত্ব নিয়ে অলিম্পিক্সে পদক দেওয়া মুখের কথা নয় ৷ জারমনপ্রীত তাই বলেন, "ক্রেগের চিন্তাভাবনা অনেকটা আলাদা ৷ ও আসার পর অনেক বদল এসেছে দলে ৷ আমরা এখন অনেকরকম পরিকল্পনা করে খেলি ৷ প্রতিপক্ষকে নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া করে রণকৌশল সাজানোর ব্য়াপারে অনেক সুবিধা হচ্ছে ৷" একইসঙ্গে আগামী অলিম্পিক্সে সোনাজয়ের লক্ষ্য বেঁধে দেন তিনি ৷

52 বছর বাদে হকিতে ইতিহাস:এর আগে 1968 সালে মেক্সিকো এবং 1972 সালে মিউনিখে শেষবার টানা পদক জিতেছিল ভারত ৷ 52 বছর পর ফিরেছে সেই ইতিহাস ৷ টোকিয়োয় ব্রোঞ্জের পর প্যারিসেও পোডিয়াম ফিনিশ করল ভারতীয় হকি দল ৷

স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ: বৃহস্পতিবার ব্রোঞ্জ জয়ের পথে স্পেনকে হারায় ভারত ৷ পিছিয়ে পড়েও বাজিমাত করে 'মেন ইন ব্লু' ৷ পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করে দেশকে ব্রোঞ্জ এনে দেন হরমনপ্রীত সিং ৷

Last Updated : Aug 10, 2024, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details