নয়াদিল্লি, 10 অগস্ট: পাঁচ দশকেরও বেশি সময় পর অলিম্পিক্সে পদক ধরে রাখতে সফল ভারতীয় হকি দল ৷ স্বাভাবিকভাবেই শনিবার দেশে ফেরা হরমনপ্রীত, মনদীপদের বরণ করে নিলেন উৎসুক অনুরাগীরা ৷ ঢাক, ঢোল সহযোগে এদিন সকালে দিল্লি বিমানবন্দরে প্রস্তুত ছিল বরণের মঞ্চ ৷ হকি দল বিমানবন্দরে পৌঁছতেই দ্বিগুণ হল সেলিব্রেশনের আনন্দ ৷ ঢোলের বাদ্যিতে পা মেলালেন হকি প্লেয়াররা ৷ তবে সেলিব্রেশনের মাঝেও লক্ষ্য বেঁধে দিলেন জারমনপ্রীতরা ৷
হরমনপ্রীত বললেন দায়িত্ব বেড়ে গেল: 10 গোল করে প্রতিযোগিতায় সর্বাধিক গোলদাতা হয়েছেন হরমনপ্রীত সিং ৷ যিনি ভারতীয় দলের অধিনায়কও বটে ৷ টানা দ্বিতীয়বার অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ে হরমনের ভূমিকা অনস্বীকার্য ৷ দেশে ফিরে ভারত অধিনায়ক জানালেন দায়িত্ব বেড়ে গেল ৷ হরমনপ্রীত এদিন বলেন, "লক্ষ্য ছিল সোনা জয়, কিন্তু সেটা হয়নি ৷ তবে আমরা খালি হাতেও ফিরিনি ৷ টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতে ইতিহাস তৈরি হয়েছে ৷" কেন্দ্রীয় সরকার, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশংসাও করেন ভারত অধিনায়ক ৷ একইসঙ্গে বলেন, "যে ভালোবাসা হকিকে অনুরাগীরা দিচ্ছেন তাতে দায়িত্ব বেড়ে গেল ৷"