পারথ, 10 নভেম্বর: বাবর আজমের জুতোয় পা গলানো নয়া অধিনায়ক মহম্মদ রিজওয়ান অধিনায়কত্বের শুরুতেই মুখোমুখি হয়েছিলেন কঠিন চ্যালেঞ্জের ৷ সেই চ্যালেঞ্জ কয়েকগুণ বেড়ে গিয়েছিল সিরিজ শুরুর আগে কোচ গ্যারি কার্স্টেন সরে দাঁড়ানোয় ৷ তবে সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক ওয়ান ডে সিরিজ স্মরণীয় হয়ে রইল রিজওয়ানের জন্য ৷ তাঁর নেতৃত্বেই 22 বছর অস্ট্রেলিয়ার ডেরায় সিরিজ জিতল (2-1 ব্য়বধানে) পাকিস্তান ৷ রবিবার সিরিজের তৃতীয় নির্ণায়ক ম্য়াচে পাকিস্তান জিতল আট উইকেটে ৷ তাও আবার 139 বল বাকি থাকতে ৷
প্রথম দু'ম্য়াচের মত পারথে সিরিজের নির্ণায়ক ম্য়াচে দুরন্ত পাক বোলাররা ৷ দ্বিতীয় ওয়ান ডে'র মত ম্যাচে ফারাক গড়ে দিলেন দলের পেসাররা ৷ গত ম্য়াচে পাঁচ উইকেট নিয়ে অজি ব্যাটিং-অর্ডারে ধস নামানো হ্যারিস রউফ এদিনও নিলেন দুই উইকেট ৷ ম্যাচের পাশাপাশি সিরিজের সেরাও তিনি ৷ ওপেনার ম্যাথু শর্ট (22) এবং শূন্য রানে গ্লেন ম্য়াক্সওয়েলকে ফেরান রউফ ৷ তবে পাকিস্তানের হয়ে এদিন সর্বাধিক তিনটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ ৷ একটি উইকেট মহম্মদ হাসনাইনের ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক 30 রান শিন অ্যাবটের ৷