ইসলামাবাদ, 12 নভেম্বর: পাকিস্তানে আগামী বছর চ্য়াম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা ক্রমশ গাঢ় হচ্ছে ৷ এই জটিলতা আরও বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তার খাতিরে সেদেশে খেলতে না-যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় ৷ পরবর্তীতে আইসিসি'র তরফেও পিসিবি'কে জানানো হয়েছে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যাওয়ার জন্য ৷ পিসিবি তা না-শুনলে গোটা প্রতিযোগিতাই পাকিস্তান থেকে সরে যাওয়ার সম্ভাবনা ৷ এমতাবস্থায় পাকিস্তান যে হাত গুটিয়ে বসে রয়েছে, তা নয় ৷ রিপোর্টে প্রকাশ, ভারত সেদেশে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে না-যাওয়ায় পাকিস্তান এবার পড়শি দেশের অলিম্পিক্স আয়োজনের রাস্তায় কাঁটা ছড়াতে পারে ৷
পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতের প্রত্য়াখ্য়ানে কড়া অবস্থান গ্রহণ করে পাকিস্তানও যে কোনও আন্তর্জাতিক ইভেন্টে ভারতের বিরুদ্ধে অংশগ্রহণ প্রত্য়াহারের পথে ৷ আর সেটা হওয়া মানে দু'দেশের মধ্য়ে কূটনৈতিক সম্পর্কের যে আরও অবনতি হবে, সেটা নতুন করে বলার নয় ৷ এখানেই শেষ নয় ৷ প্রতিহিংসাপরায়ণ মানসিকতার পরিচয় দিয়ে পাকিস্তান নাকি ভারতের অলিম্পিক্স আয়োজনেরও বিরোধিতা শুরু করে দিয়েছে বলে রিপোর্টে প্রকাশ ৷