প্যারিস, 5 অগস্ট: দিন কুড়ি আগের কথা । অল ইংল্যান্ড ক্লাবে কিংবদন্তিকে কার্যত মাটি ধরিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন খেতাব ঘরে তুলেছিলেন তরুণ তুর্কি কার্লোস আলকারাজ । ঘাসের কোর্টে পরপর দু'বার স্প্যানিয়ার্ডের কাছে হারের বদলা রবিবার 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে'র মঞ্চে নিলেন নোভাক জকোভিচ । স্ট্রেট সেটে স্প্যানিয়ার্ডকে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সে স্বর্ণপদক জিতলেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে সোনা জিতলেন সার্বিয়ান তারকা ।
'জোকারে'র পক্ষে রবিবার ম্যাচের ফল 7-6, 7-6 । ফলাফল দেখেই পরিষ্কার যে লড়াই হল তুল্যমূল্য । দুই তুখোড় প্লেয়ারের দু-সেটের লড়াই চলল 2 ঘণ্টা 40 মিনিট ধরে। যা শেষে বর্ণময় কেরিয়ারের সম্ভবত অধরা মাধুরীটাও ক্যাবিনেটে তুলে নিলেন সার্বিয়ান কিংবদন্তি । সেইসঙ্গে বিশ্বের পঞ্চম টেনিস প্লেয়ার হিসেবে জিতে নিলেন 'গোল্ডেন স্ল্যাম' (সবক'টি গ্র্যান্ড স্ল্যাম এবং অলিম্পিক্সে সোনা) । এর আগে এই নজির রয়েছে রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, স্টেফি গ্রাফ এবং আন্দ্রে আগাসির ঝুলিতে ।