দার্জিলিং, 6 জানুয়ারি: ইজরায়েলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ পুলিশের জালে কার্গিল যুদ্ধে শহিদ জওয়ানের স্ত্রী ৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে পাকড়াও করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার আধাকারিকরা ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিজয়তা মুখিয়া । তিনি দার্জিলিংয়ের জোরবাংলোর বাসিন্দা । তাঁর স্বামী শহিদ রাইফেলম্যান অরুণ রাই ৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় ওই মহিলা জানিয়েছে তাঁর স্বামী কার্গিল যুদ্ধের শহিদ। শনিবার মাঝরাতে দার্জিলিং থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ । এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "আর্থিক প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত চলছে ৷ সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।"
পুলিশের তরফে জানা গিয়েছে, গত 2023 সালের 25 ফেব্রুয়ারি প্রধাননগর থানায় বিজয়িতা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা প্রতারণার অভিযোগ করা হয় । অভিযোগ করেন দার্জিলিংয়ের সিংমারির বাসিন্দা অনিল লামা নামে এক ব্যক্তি ৷ তিনি অভিযোগ করেন, তাঁর কাছ থেকে 12 লক্ষ 70 হাজার টাকা নিয়েছিলেন বিজয়িতা মুখিয়া । পরিবর্তে ইজরায়েলে চাকরি দেওয়ার কথা ছিল অভিযুক্তের । কিন্তু কোনও চাকরি পাননি অনিল । এরপর টাকা ফেরত চাইলে ফেরার হয়ে যান তিনি।
অনিল লামার দাবি, পরে বহু চেষ্টা করে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন । মহিলা জানান যে, তিনি শিলিগুড়িতে রয়েছেন । এরপর দু'পক্ষের মধ্যে আলোচনার পরে অনিল লামাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেন অভিযুক্ত মহিলা। অভিযোগ, এরপর বারবার সময় নেওয়ার পর আচমকা গায়েব হয়ে যান তিনি । যে চেক অনিল লামাকে দেওয়া হয়েছিল তাও বাউন্স হয়ে যায়। তারপর দু'বছর আগে টাকা নেওয়ার ঘটনায় ওই মহিলার নামে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন অনিল লামা।