মুলতান, 25 জানুয়ারি: ওয়াসিম আক্রাম, আব্দুল রজ্জাকদের সঙ্গে এলিট ক্লাবে আটত্রিশের নোমান আলি ৷ পঞ্চম পাকিস্তানি বোলার হিসেবে টেস্ট হ্য়াটট্রিকের নজির গড়লেন তিনি ৷ তবে প্রথম পাক স্পিনার হিসেবে লাল-বলের ক্রিকেটে হ্য়াটট্রিক করে ইতিহাস গড়লেন নোমান ৷ মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন অসামান্য় কীর্তি গড়লেন আবদুল কাদির, সাকলাইন মুস্তাকের দেশের স্পিনার ৷
পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ওয়াসিম আক্রামের হ্য়াটট্রিকে 26 বছর পর প্রথম স্পিনার হিসেবে হ্য়াটট্রিক এল নোমানের ৷ শনিবার ম্যাচের দ্বাদশ ওভারে (ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস) বাঁ-হাতি পাক স্পিনারের টানা তিন শিকার হলেন যথাক্রমে জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং কেভিন সিনক্লেয়ার ৷ পাক স্পিনারের হ্য়াটট্রিকে 38 রানে চার থেকে নিমেষের মধ্যে সাত উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ক্য়ারিবিয়ানরা ৷ শেষপর্যন্ত 41 রানে ছয় উইকেট ঝুলিতে পুরে নেন নোমান ৷ সফরকারী দলের প্রথম ইনিংস শেষ হয় 163 রানে ৷
দশম উইকেটে গুডাকেশ মোতি এবং কেমার রোচের 68 রানের জুটিতে কিছুটা সম্মানজনক স্কোর খাড়া করে ওয়েস্ট ইন্ডিজ ৷ 87 বলে 55 রান করেন ন'নম্বর ব্য়াটার মোতি ৷ রোচের ব্যাট থেকে আসে মূল্যবান 36 রান ৷ তবে সবকিছু ছাপিয়ে চর্চায় নোমানের হ্য়াটট্রিক ৷ শেষবার পাক বোলার হিসেবে 2020 সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ ৷